Celeb Gossip

প্লাস্টিক সার্জারি নিয়ে কটাক্ষের শিকার হন কন্যা, মুখ খুললেন কাজল

সৌন্দর্য বৃদ্ধি করতে অস্ত্রোপচার! বিভিন্ন সময়ে মেয়ে নিসাকে কটাক্ষের শিকার হতে হয়। এ বার এই ধরনের অস্ত্রোপচার নিয়ে তরুণ প্রজন্মকে পরামর্শ দিলেন কাজল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মুম্বই শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৩ ১৯:১৯
Share:

নিসা দেবগন ও কাজল। ছবি: সংগৃহীত।

বলিউডের অন্দরে অভিনেতাদের ‘প্লাস্টিক সার্জারি’ নিয়ে নানা গুঞ্জন রয়েছে। কেউ বলেন নায়িকারা এই ধরনের অস্ত্রোপচারের সাহায্য নেন। আবার নায়করাও যে তালিকায় রয়েছেন, সে কথাও কানে আসে। সম্প্রতি, এই প্রসঙ্গে কাজল তাঁর মনোভাব স্পষ্ট করেছেন।

Advertisement

সৌন্দর্য বাড়ানোর জন্য নায়িকাদের অস্ত্রোপচারের সাহায্য নেওয়ার বিরোধিতা কাজল করেননি। তবে বিষয়টিকে তিনি ‘ব্যক্তিগত সিদ্ধান্ত’ হিসেবেই দেখতে চান। অভিনেত্রী বলেন, ‘‘এটা কারও ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে বাকিরা জোর করছে বলেই যে আমাকে অস্ত্রোপচারের সহায্য নিতে হবে, সেটা যেন না হয়।’’ এই প্রসঙ্গেই নতুনদের উদ্দেশে কাজল পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, ‘‘ঈশ্বর তোমাদের একটি নির্দিষ্ট ছাঁচে তৈরি করেছেন। তার পরেও কোনও পরিবর্তন চাইলে রূপটান তো রয়েইছে।’’

কেরিয়ারের শুরুতে কাজলকেও তাঁর চেহারার জন্য কটাক্ষের শিকার হতে হয়েছিল। এই প্রসঙ্গে আত্মবিশ্বাসী অভিনেত্রী বলেন, ‘‘যাঁরা কটু কথা বলতেন, আমি তাঁদের থেকে অনেক বেশি বুদ্ধিমতী। আমি জানতাম আমাকে সুন্দর দেখতে।’’

Advertisement

এর আগে কাজলের কন্যা নিসা দেবগনকে সৌন্দর্য বৃদ্ধির অস্ত্রোপচার নিয়ে কটাক্ষের শিকার হতে হয়। নেটাগরিকদের একাংশ দাবি করেন, নিসা অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর চেহারার পরিবর্তন করেছেন। যদিও পরে কাজল এই বক্তব্য নস্যাৎ করে দেন। কাজল জানান, ডায়েট এবং পুষ্টিকর খাবারের মাধ্যমেই মেয়ের চেহারায় পরিবর্তন এসেছে। সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ় ২’-এ কাজলকে দেখেন দর্শক। চলতি সপ্তাহেই মুক্তি পাবে অভিনেত্রীর কেরিয়ারের প্রথম ওয়েব সিরিজ় ‘দ্য ট্রায়াল’। এই সিরিজ়ে কাজলের স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন টলিপাড়ার যিশু সেনগুপ্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন