Nysa Devgn

‘লোকে নেপো কিড বলবে’, ভয় পেয়ে গিয়েছেন কাজল-কন্যা! কোন বড় সিদ্ধান্ত নিলেন নিসা?

বাবা- মায়ের পরিচিতির কারণে বিড়ম্বনাও পোহাতে হয় নিসাকে। এ বার সেই কারণেই কি নিজের কর্মজীবন নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন কাজল-কন্যা!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ২০:১০
Share:

কিসের ভয় কাজল-কন্যা নিসার? ছবি: সংগৃহীত।

বলিউডে এখনও তাঁর অভিষেক হয়নি। তিনি অজয় ও কাজলের কন্যা নিসা দেবগণ। কিন্তু প্রশ্নটা রয়ে গিয়েছে। বাবা-মায়ের জুতোয় কি পা গলাবেন নিসা, নাকি বেছে নেবেন অন্য কোনও পেশা? পার্টি করতে বড্ড ভালবাসেন তিনি। বিভিন্ন সময় পার্টি থেকে টলমল পায়ে বেরোতে দেখা গিয়েছে নিসাকে। কখনও আবার পোশাকের কারণে বিতর্কে জড়িয়েছেন এই তারকা-কন্যা। পরিচিতি যেমন হয়েছে, তেমনই এই পরিচিতির কারণে বিড়ম্বনাও পোহাতে হয় নিসাকে। এ বার সেই কারণেই কি নিজের কর্মজীবন নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন নিসা!

Advertisement

আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন নিসা। এ বার মা কাজল সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমার মেয়ে ২২-এ পা দিয়েছে। ইতিমধ্যেই ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে, বলিউডে ও এখনই আসতে চায় না।’’ পরবর্তী কালে মেয়ের কর্মজীবন কী হবে, তা নিয়ে অবশ্য কিছু জানাননি অভিনেত্রী। তারকা-সন্তানদের প্রায় সর্বক্ষণ থাকতে হয় আতশ কাচের তলায়। চুন থেকে পান খসলেই পড়তে হয় সমালোচনার মুখে। যদিও ছোটবেলা থেকে ছেলেমেয়েকে সমালোচনা সহ্য করতে শিখিয়েছেন অভিনেত্রী কাজল। মেয়ের বিরুদ্ধে অকারণে নিন্দামন্দ শুনে এক সময় প্রতিবাদও জানিয়েছেন অজয়। তবে কাজল একজন পরিণত মায়ের মতো সন্তানদের সামলেছেন। বুঝিয়েছেন, সব কথা গায়ে মাখার দরকার নেই। কাজলের কথায়, ‘‘আমি ওদের বলি, তুমি মন্দিরে গেলেও লোকে কথা বলবে, ক্লাবে গেলেও কিছু লোকজন নিন্দে করবেই। কারণ, তোমরা অভিনেতা পরিবারের সন্তান। এ সব কথা ভেবে মাথা খারাপ করার কোনও মানে নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement