Entertainment News

ডিভোর্সের সময় মনোচিকিত্সকের সাহায্য নিয়েছিলাম, বললেন কল্কি

২০১৩ থেকেই আলাদা থাকতেন কল্কি-অনুরাগ। সেই মর্মে তাঁরা একটি নোটিস জারি করেন। সে সময় অনুরাগ বলেছিলেন, ‘‘আমি আর কল্কি আলাদা থাকছি। কিন্তু এখনই ডিভোর্স হচ্ছে না। আশা করি আমাদের ব্যক্তিগত জীবনকে সকলে সম্মান করবেন।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৯ ১৩:৩৭
Share:

কল্কি কোচলিন।

বছর কয়েক আগে অনুরাগ কাশ্যপ এবং কল্কি কোচলিনের বিবাহ বিচ্ছেদ বলি মহলে আলোচনার বিষয় ছিল। ২০০৮-এ ‘দেব ডি’ তৈরির সময় তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ২০১১-এ বিয়ে করেন তাঁরা। ২০১৫-এ বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এই জুটির।

Advertisement

২০১৩ থেকেই আলাদা থাকতেন কল্কি-অনুরাগ। সেই মর্মে তাঁরা একটি নোটিস জারি করেন। সে সময় অনুরাগ বলেছিলেন, ‘‘আমি আর কল্কি আলাদা থাকছি। কিন্তু এখনই ডিভোর্স হচ্ছে না। আশা করি আমাদের ব্যক্তিগত জীবনকে সকলে সম্মান করবেন।”

আলাদা থাকার পরও সমস্যা মেটেনি। ২০১৫-এ বিবাহ বিচ্ছেদ হয়ে যায় কল্কি-অনুরাগের। সে সময় সুস্থ থাকতে নাকি মনোচিকিত্সকের সাহায্য নিতে হয়েছিল কল্কিকে। এতদিন পর সেই তথ্য প্রকাশ্যে শেয়ার করলেন অভিনেত্রী।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

সম্প্রতি এক সাক্ষাত্কারে ওই প্রসঙ্গে কল্কি বলেন, ‘‘সে সময় আমি থেরাপি করিয়েছিলাম। মন ঠিক রাখা খুবগুরুত্বপূর্ণ। আসলে বন্ধু বা পরিবারের বাইরের কারও দৃষ্টিভঙ্গী সে সময় আমার জন্য দরকার ছিল। তবে আমরা এখনও বন্ধু। আমাদের এখনও দেখা হয়।’’

আরও পড়ুন, শরীর নিয়ে প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় সপাট জবাব স্বস্তিকার

(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement