Pakistani Boat on Arabian Sea

ভারতের জলসীমায় পাকিস্তানের মাছ ধরার নৌকা! ধাওয়া করে ধরল উপকূলরক্ষী বাহিনী, আটক ন’জন পাক মৎস্যজীবী

উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, বুধবার টহল দেওয়ার ‘অল-মদিনা’ নামের একটি মাছ ধরার নৌকা চোখে পড়ে নিরাপত্তারক্ষীদের। নৌকাটির পিছু ধাওয়া করলে সেটি পাকিস্তানের দিকে চলে যাওয়ার চেষ্টা করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৩:০৯
Share:

পাকিস্তানের এই নৌকাটিকেই বাজেয়াপ্ত করেছে উপকূলরক্ষী বাহিনী। ছবি: সংগৃহীত।

আরব সাগরের উপর ভারতের জলসীমায় ঢুকে পড়তেই পাকিস্তানের মাছ ধরার নৌকাকে ধরে ফেলল উপকূলরক্ষী বাহিনী। ওই নৌকায় থাকা ন’জন পাক মৎস্যজীবীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

বৃহস্পতিবার রাতে উপকূলরক্ষী বাহিনীর তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানানো হয়, বুধবার টহল দেওয়ার ‘অল-মদিনা’ নামের একটি মাছ ধরার নৌকা চোখে পড়ে নিরাপত্তারক্ষীদের। নৌকাটির পিছু ধাওয়া করলে সেটি পাকিস্তানের দিকে চলে যাওয়ার চেষ্টা করে। উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা ক্ষিপ্রতার সঙ্গে নৌকাটিকে আটকান। ওই নৌকা এবং নয় মৎস্যজীবীকে নিয়ে যাওয়া হয় গুজরাতের পোরবন্দরে।

পোরবন্দরে উপকূলরক্ষী বাহিনীর জাহাজেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় ওই নয় মৎস্যজীবীকে। ওই মৎস্যজীবীরা মাছ ধরার জন্যই ভারতের জলসীমায় ঢুকেছিলেন, না তাঁদের অন্য কোনও উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, ভারতকে সুরক্ষিক রাখতে সর্বদা সজাগ রয়েছে।

Advertisement

এর আগে গত ডিসেম্বরে আরব সাগরে ভারতের জলসীমা অতিক্রম করে ঢুকে পড়েছিল পাকিস্তানের মাছ ধরার নৌকা ‘অল-ওয়ালি’। ওই নৌকায় ছিলেন ১১ জন মৎস্যজীবী। সেই সময়েও নৌকাটিকে বাজেয়াপ্ত করে ওই মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ করেন নিরাপত্তারক্ষীরা। প্রসঙ্গত, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত জঙ্গিরা নৌকায় ভেসে মুম্বইয়ে পৌঁছেছিল। ওই ঘটনার পর থেকেই সমুদ্র উপকূলে নিরাপত্তা আরও আঁটসাঁট করার কাজ শুরু হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement