রিমেক হচ্ছে ‘সদমা’

তিন দশক পর ফের এক বার সিনে পর্দায় ফিরছে সদমা। বিজ্ঞাপন নির্মাতা লয়েড বাপ্টিস্টার হাত ধরে ফিরছে কমল হসন এবং শ্রীদেবী অভিনীত ক্ল্যাসিক ছবিটি। ইংরেজী এবং তামিল—দুই ভাষায় ছবিটি তৈরি হবে। পরিচালনা এবং প্রযোজনা দু’টোই করবেন লয়েড।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৫ ১৮:০৪
Share:

তিন দশক পর ফের এক বার সিনে পর্দায় ফিরছে সদমা। বিজ্ঞাপন নির্মাতা লয়েড বাপ্টিস্টার হাত ধরে ফিরছে কমল হসন এবং শ্রীদেবী অভিনীত ক্ল্যাসিক ছবিটি। ইংরেজী এবং তামিল—দুই ভাষায় ছবিটি তৈরি হবে। পরিচালনা এবং প্রযোজনা দু’টোই করবেন লয়েড।

Advertisement

তবে কারা অভিনয় করছেন তা এখনও জানা যায়নি। কাস্টিং ডিরেক্টর মুকেশ ছবরা কাজ করেছেন। সম্ভবত প্রধান চরিত্রে বেশ কিছু বড় নামকেই দেখতে পাওয়া যাবে বলে জানান লয়েড। কমল হসন এবং শ্রীদেবীর মতো অভিনেতাদের চট করে বদল পাওয়া কঠিন তাই ধীরে সুস্থে অভিনেতা বাছাইয়ের কাজ চলছে। সমকালীন আঙ্গিকে ছবিটি নিমার্ণ করা হবে। তবে ছবিটির সত্ত্বাকে বিকৃত করে নয়।
পরিচালক-প্রযোজক রাজ সিপ্পির কাছ থেকে ছবিটির সত্ত্বাধিকার কিনেছেন লয়েড।
ত্যাগরাজনের প্রযোজনায় এবং বালু মহেন্দ্র-র পরিচালনায় ১৯৮৩ সালে নির্মিত হয় সদমা। তামিল ভাষায় নির্মিত হয় ছবিটি। এক যুবতী যে শৈশবে মাথায় চোট পেয়ে স্মৃতি হারিয়ে ফেলে, তার চরিত্রে দেখা যায় শ্রীদেবীকে। স্কুল শিক্ষকের ভূমিকায় দেখা যায় কমল হসনকে। হিন্দিতেও রিমেক করা হয় ছবিটি। তামিল ভার্সানের জন্য জাতীয় পুরস্কার পান কমল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement