‘চাঁদের পাহাড়’-এর সিক্যুয়েলে ১০০ ছবির মাইলস্টোন?

‘আমাজন অভিযান’। এর মাধ্যমেই ১০০ ছবির মাইলস্টোন ছুঁয়ে ফেলবে ভেঙ্কটেশ ফিল্মস। দু’দশকের জার্নিকে স্মরণীয় করে রাখতে তাঁরা কাজ শুরু করছেন এই বিগ বাজেট ছবির। শোনা যাচ্ছে, কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘চাঁদের পাহাড়’-এর সিক্যুয়েল হবে ছবিটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৬ ১৫:১৯
Share:

‘আমাজন অভিযান’। এর মাধ্যমেই ১০০ ছবির মাইলস্টোন ছুঁয়ে ফেলবে ভেঙ্কটেশ ফিল্মস। দু’দশকের জার্নিকে স্মরণীয় করে রাখতে তাঁরা কাজ শুরু করছেন এই বিগ বাজেট ছবির। শোনা যাচ্ছে, কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘চাঁদের পাহাড়’-এর সিক্যুয়েল হবে ছবিটি। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন দেব। আর কয়েকদিনের মধ্যেই শুটিং শুরু হবে। প্রাথমিক শুটিং সেরে গোটা ইউনিট চলে যাবে আমাজনে। এর আগে আমাজনে কোনও বাংলা ছবির শুটিং হয়নি। তাই সব দিক থেকেই ছবিটি বাংলা ছবির ইতিহাসে ট্রেন্ডসেটার হয়ে থাকবে বলেই মনে করছেন টলি ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement