Anti Ageing Facepack for Winter

বলিরেখা এবং বয়সের ছাপ কমাবে দ্রুত, শীতেও ব্যবহারের উপযোগী ৩ ফেসপ্যাক কী ভাবে বানাবেন জেনে নিন

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৮
Share:

ছবি : সংগৃহীত।

১. কলা, মধু ও অলিভ অয়েলের ফেসপ্যাক

Advertisement

ত্বকের গভীর গিয়ে আর্দ্রতার জোগান দেয় এই ফেসপ্যাক। যেহেতু ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হওয়াই বলিরেখা পড়ার কারণ, তাই এই প্যাক নিয়মিত ব্যবহার করলে তা বার্ধক্যের ছাপ রাখবে দূরে। কলাতে আছে নানা ধরনের ভিটামিন ও অ্যান্টি-অক্সিড্যান্ট, এ ছাড়া মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজারের কাজ করে এবং অলিভ অয়েলও ত্বককে নরম করে। সব মিলিয়ে ত্বককে ভিতর থেকে ময়েশ্চারাইজ় করে এই ফেস প্যাক।

উপকরণ: অর্ধেক পাকা কলা, ১ চা চামচ মধু, আধ চা চামচ নারকেল তেল বা অলিভ অয়েল

Advertisement

প্রণালী: মিক্সিতে কলা, মধু এবং তেল ভাল করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই প্যাকটি মুখ ও গলায় লাগিয়ে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। সামান্য উষ্ণ বা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

২. কাঠবাদাম, বেসন ও দুধের মালাইয়ের ফেসপ্যাক

কাঠবাদামে রয়েছে ভরপুর ভিটামিন ই, যা ত্বকের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে সাহায্য করে। বেসন ত্বককে টানটান করে এবং মালাই বা দুধের সর ত্বককে নরম রাখে এবং পুষ্টি জোগায়।

উপকরণ: ১ টেবিল চামচ বেসন, ১ চা চামচ জলে ভেজানো কাঠবাদাম বাটা, ১ চা চামচ দুধের সর বা কাঁচা দুধ, ১/২ চা চামচ মধু

প্রণালী: সব উপকরণ একসাথে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। প্যাকটি মুখে ও গলায় লাগিয়ে ১৫ মিনিট রাখুন, যতক্ষণ না শুকিয়ে যায়। ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।

৩. হলুদ, টক দই ও মধুর ফেসপ্যাক

হলুদে রয়েছে কারকিউমিন, যা শক্তিশালী অ্যান্টি-এজিং বা বার্ধক্যরোধক উপাদান। আবার কারকিউমিন এক ধরনের অ্যান্টি-অক্সিড্যান্টও। যা ত্বককে দূষণজনিত ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে। টক দই ত্বকের দাগ-ছোপ হালকা করতে এবং ত্বককে মৃতকোষ মুক্ত করতে সাহায্য করে। মিশ্রণটি বার্ধক্যের ছাপের পাশাপাশি ত্বকের নিস্তেজ ভাবও দূর করে।

উপকরণ: ১ টেবিল চামচ টক দই, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ মধু

প্রণালী: সমস্ত উপকরণ ভাল ভাবে মিশিয়ে নিন। প্যাকটি মুখে লাগিয়ে ১০ মিনিট হালকা হাতে ম্যাসাজ করুন। এরপর আরও ৫ মিনিট রেখে দিন এবং ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement