Kanchan Mullick

Sreemoyee: ১০ বছর ধরে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন কাঞ্চনদা, এ বছরে জানাবেন না কেন: শ্রীময়ী

আনন্দবাজার অনলাইনের কাছে শ্রীময়ী-র দাবি, এ বছরের জন্মদিনে প্রকৃতির প্রেমে ডুবে গিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ২০:০২
Share:

কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ।

অনেকগুলো বসন্ত পেরিয়ে এসেছেন শ্রীময়ী চট্টরাজ। এত আনন্দ বোধ হয় কোনও জন্মদিনে করেননি!

Advertisement

সদ্য জন্মদিন গেল অভিনেত্রীর। তাঁর কথায়, বিশেষ দিনের আগে কাঞ্চন মল্লিকের সঙ্গে নাম জড়িয়ে আচমকা রটনা, সংবাদমাধ্যমের টানাপড়েন, কাটাছেঁড়ায় বিপর্যস্ত তাঁর ব্যক্তি জীবন। জন্মদিনের উদযাপন সে সমস্ত আঘাতে যেন ভালবাসার প্রলেপ বুলিয়ে দিয়েছে। আনন্দবাজার অনলাইনের কাছে শ্রীময়ী-র দাবি, এ বছরের জন্মদিনে প্রকৃতির প্রেমে ডুবে গিয়েছিলেন। শহুরে পার্টি, পাঁচতারা হোটেলের খানাপিনা, হুল্লোড় ছেড়ে পৌঁছে গিয়েছিলেন বর্ধমানে। তাঁর এক দিদির বাড়িতে। অভিনেত্রীর কথায়, ‘‘শহর ছাড়তেই অজানা তৃপ্তি জড়িয়ে ধরল আমায়। দিদির বাড়িতে পৌঁছোতেই মাটির সোঁদা গন্ধ। বৃষ্টির টুপটাপ ঝরে পড়া। সঙ্গে স্কুল বেলার এক ঝাঁক বন্ধু। আমার এক দাদা-বৌদি। দিন শুরু হয়েছে বাউল গানে। প্রকৃতির কোলে যেন শান্তি খুঁজে পেলাম। আমার জন্মদিন সার্থক।’’

২ জুলাই শ্রীময়ী তাঁর জন্মদিনের ভিডিয়ো, ছবি ভাগ করে নিয়েছেন নেটমাধ্যমে। সেই ছবি, সেই ভিডিয়ো বলছে, সকালে বাউল গান আর বিকেলে সম্পূর্ণ বিলিতি কায়দার উদযাপন হয়েছে।

Advertisement

জন্মদিনে শ্রীময়ী।

কালো রঙের স্লিভলেস গাউনে, মাথার মুকুটে অভিনেত্রী আকর্ষণীয়। কেক কাটতেই জন্মদিনের গান, প্রিয় জনেরা ঘিরেছিল তাঁকে। ভিডিয়ো বলছে, ঘর জুড়ে বেলুন। শ্রীময়ীর জন্য আলাদা করে খাটও সাজানো হয়েছে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে। সেখানে ভালবাসার চিহ্ন জ্বলজ্বল করেছে! ছিল জন্মদিনের পায়েস। তাতেও গোলাপ পাপড়ি দিয়ে ভালবাসা আঁকা।

এত সমস্যার পরে উপচে পড়া এত ভালবাসা পেয়ে আপ্লুত শ্রীময়ী? অভিনেত্রী অকপট, ‘‘সব ভুলে আমার বিশেষ দিনে জীবনকে অন্য ভাবে পেতে চেয়েছি। একান্ত ভাবে কোনও কিছু চাইলে সেটা বোধহয় পাওয়া যায়। শুধুই আত্মীয়-বন্ধুরা নন, জন্মদিনে ইন্ডাস্ট্রির অভিনেতারা, টিম ‘কৃষ্ণকলি’-ও আমার পাশে ছিলেন। দূর থেকে সমর্থন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।’’

শ্রীময়ীর কথা অনুযায়ী, আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন কাঞ্চন মল্লিকও। যাঁকে ঘিরে অভিনেত্রীর জীবনে এত অশান্তি সেই বিধায়ক-অভিনেতা প্রতি বছরের মতোই মনে রেখেছেন এই বিশেষ দিন। এ প্রসঙ্গে অভিনেত্রীর সাফ জবাব, ‘‘গত ১০ বছর ধরে যিনি আমায় আশীর্বাদ, শুভেচ্ছা জানিয়েছেন এ বছর কেন তিনি নিজেকে গুটিয়ে নেবেন? সবাইয়ের মতো তিনিও বলেছেন, ‘তোমার মঙ্গল হোক’।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement