কঙ্গনা-নেহার স্টাইলে মজেছেন কল্কি

বলিউডের সবচেয়ে স্টাইলিশ অভিনেত্রী কে? প্রশ্নটা যদি কল্কি কোয়েচলিনের কাছে আসে তিনি বেছে নেবেন দু’জনকে— কঙ্গনা রানাউত এবং নেহা ধুপিয়া। পর্দায় তাঁদের যতই লড়াই থাক না কেন স্টাইলিংয়ের প্রশ্নে দুই কলিগকে খোলা হাতে নম্বর দিয়েছেন কল্কি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

বলিউডের সবচেয়ে স্টাইলিশ অভিনেত্রী কে? প্রশ্নটা যদি কল্কি কোয়েচলিনের কাছে আসে তিনি বেছে নেবেন দু’জনকে— কঙ্গনা রানাউত এবং নেহা ধুপিয়া। পর্দায় তাঁদের যতই লড়াই থাক না কেন স্টাইলিংয়ের প্রশ্নে দুই কলিগকে খোলা হাতে নম্বর দিয়েছেন কল্কি।

Advertisement

সম্প্রতি দিল্লিতে অ্যামাজন ইন্ডিয়া কুচার উইকে গৌরব গুপ্তর ডিজাইনে শো-স্টপার ভূমিকায় র‌্যাম্পে হাঁটলেন কল্কি। সেখানেই তিনি জানিয়েছেন, কঙ্গনা এবং নেহার স্টাইল-সেন্স অসাধারণ। ‘মারগারিটা উইথ আ স্ট্র’-র অভিনেত্রী গৌরবের আউটফিট পরে খুব খুশি। গৌরবের তৈরি করা পোশাকে নিজেকে রাজকুমারীর মতো মনে হচ্ছিল তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement