কেন ভয় পেলেন ‘লক্ষ্মীবাঈ’ কঙ্গনা?

কঙ্গনা রানাউত ছিলেন লন্ডনে। সেখানে ‘উইমেন ওয়ার্ল্ড সামিট’-এ বক্তৃতা দেওয়ার কথা ছিল তাঁর! ঠিক হয়েছিল, অনুপ্রেরণা জোগায়, জগৎজোড়া এমন নারীর কথা সেখানে বলবেন তিনি। ঝাঁসির রানির চরিত্রে যিনি অভিনয় করতে চলেছেন, তাঁর তো এমন কথা শোনানোর হক আছেই! মুশকিল হল, সে সবের মাঝেই আচমকা ভয় পেয়ে গেলেন কঙ্গনা!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৫ ১৬:০৯
Share:

কঙ্গনা রানাউত ছিলেন লন্ডনে। সেখানে ‘উইমেন ওয়ার্ল্ড সামিট’-এ বক্তৃতা দেওয়ার কথা ছিল তাঁর! ঠিক হয়েছিল, অনুপ্রেরণা জোগায়, জগৎজোড়া এমন নারীর কথা সেখানে বলবেন তিনি। ঝাঁসির রানির চরিত্রে যিনি অভিনয় করতে চলেছেন, তাঁর তো এমন কথা শোনানোর হক আছেই! মুশকিল হল, সে সবের মাঝেই আচমকা ভয় পেয়ে গেলেন কঙ্গনা!

Advertisement

কেন?

আসলে উড়ে আসা কথারা তাঁর কানে কানে বলল, যে ছবিতে ঝাঁসির রানি সাজবেন তিনি, সেটা না কি বাতিল হয়ে গিয়েছে! পরিচালক কেতন মেহতা না কি ঠিক করেছেন, ছবিটা নিয়ে এগোবেন না! হতে পারে সেটা আপাতত, হতে পারে সেটা বরাবরের মতো!

Advertisement

আর সেটা কানে আসতেই ভয় পেয়ে গেলেন কঙ্গনা। এটা যে তাঁর স্বপ্নের ছবি! সত্যি বলতে কী, লক্ষ্মীবাঈকে নিয়ে ছবি করার কথা অনেক দিন ধরেই বলে আসছেন কেতন। সেই ২০০৫ সালে মঙ্গল পাণ্ডেকে নিয়ে ছবি করার পর থেকেই। এবং, যে কোনও কারণেই হোক, বিস্তর টালবাহানাও করছেন ছবিটা বানানোয়। কিছুতেই আর ছবির কাজে হাত দিচ্ছেন না তিনি। কখনও বলছেন, যথেষ্ট রিসার্চ করা হয়নি রানি এবং তাঁর সময় নিয়ে! কখনও আবার বলছেন, লক্ষ্মীবাঈ হতে পারেন, এমন জুতসই নায়িকা কই? এমনটা নয় তো, এ বারে কঙ্গনাকে ঝাঁসির রানি হিসেবে পছন্দ হল না তাঁর? এর আগে সুস্মিতা সেন, তার পরে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে কথা পাকা করেও তো আর ছবিটা বানাননি কেতন!

সম্ভাবনার কথাটা মাথায় আসতেই কঙ্গনা তড়িঘড়ি ফোন করলেন কেতনকে। এবং, তার পরেই জানতে পারলেন, কথাটা গুজব ছাড়া আর কিছুই নয়। সাফ জানালেন কেতন, কেউ এই গুজবটা রটিয়েছে। এ বারে লক্ষ্মীবাঈকে নিয়ে ছবি তিনি করছেন এবং কঙ্গনাই হবেন ঝাঁসির রানি। এ বারে আর ছবির কাজ পিছিয়ে তিনি দিচ্ছেন না।

কঙ্গনা না-হয় আশ্বস্ত হলেন! কিন্তু, প্রশ্ন থেকেই গেল! কে রটাল এমন গুজব? আর কেনই বা রটাল? সে কি বক্তৃতার সময়ে কঙ্গনাকে মানসিক ভাবে দুর্বল করে দেওয়ার জন্য?

হয়তো উত্তরটা অন্য সবার থেকে বেশি ভাল করে কঙ্গনাই জানেন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement