চুল কেটে ফেলেছেন কঙ্গনা রানাউত! বেশ খানিকটা ছোট করেই! তাঁর এই নতুন হেয়ারস্টাইল দেখলে না কি মেরিলিন মনরোর কথা মনে পড়বে!
কঙ্গনা যে এমনিতে হলিউডের এই অভিনেত্রীর বিশাল ভক্ত, তেমনটা শোনা যায়নি কখনও! তবে কেন হঠাৎ তাঁর আদলে চুল কাটলেন কঙ্গনা?
কঙ্গনাকে বাধ্য করেছেন পরিচালক বিশাল ভরদ্বাজ!
বাধ্য কেন?
আসলে, কঙ্গনা রানাউত আর শহিদ কপূরকে নিয়ে নতুন যে ছবির শুটিং করছেন বিশাল, সেই ‘রেঙ্গুন’ আদতে একটি পিরিয়ড ড্রামা! ছবির গল্পের সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন। কঙ্গনাকে ছবিতে দেখা যাবে ওই সময়ের এক অভিনেত্রীর চরিত্রে।
সেই জন্যই মেরিলিন মনরোর আদলে কঙ্গনার চুল কাটিয়েছেন বিশাল। কেটে দিয়েছেন বলিউডের দুঁদে স্টাইলিস্ট অধুনা আখতার।
তার পর?
একটু অপেক্ষার পালা! শুটিং শেষ হয়ে গেলেই ওই নতুন ছোট ছাঁটের চুলে, ফুল তোলা হল্টার-নেক ড্রেসে আর গাঢ় লাল লিপস্টিকে সেলুলেয়েডে আসবেন কঙ্গনা!
ঠিক যেমনটা করতেন মেরিলিন মনরো!!