বিয়েতে আপত্তি

‘পঙ্গা’র প্রচারে অভিনেত্রীর কাছে এ বিষয়ে প্রশ্ন রাখা হয়েছিল।

Advertisement
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ ০০:০৪
Share:

—ফাইল চিত্র।

ইন্ডাস্ট্রির প্রথম সারির অনেক নায়িকাই বিয়ে করে নিয়েছেন। আলিয়া ভট্টরও বিয়ের গুঞ্জন বাতাসে। কিন্তু কঙ্গনা রানাউত, তাঁর কী প্ল্যান? ‘পঙ্গা’র প্রচারে অভিনেত্রীর কাছে এ বিষয়ে প্রশ্ন রাখা হয়েছিল। তাঁর সটান জবাব, ‘‘আমার ছবির পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি যেমন চান, আমি দ্রুত বিয়ে করে নিই। কিন্তু আমার সত্যিই তেমন কোনও ইচ্ছে নেই। বিয়েতে আমি বিশ্বাসও করি না। একই মানসিকতার কাউকে পাওয়াটা মুশকিল। আর আমার কাছে বিয়ে মানেই জটিলতা।’’ যদিও পরে অশ্বিনী এবং তাঁর পরিচালক স্বামী নীতেশ তিওয়ারির উদাহরণ দিয়ে কঙ্গনা বলেন, ‘‘ওদের দেখে অবশ্য বিয়ের উপরে ভরসা হয়।’’ ভবিষ্যতে কঙ্গনা যদি বিয়ে করতে রাজিও হয়ে যান, কিন্তু তাঁকে বিয়ে করার ‘পঙ্গা’ কে নেবেন, সেটাই আসল প্রশ্ন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement