Kangana Ranaut

চুলে পাক ধরছে কঙ্গনার, সিনেমা ছেড়ে কি পাকাপাকি রাজনীতির পথ বেছে নেবেন অভিনেত্রী!

মা হওয়ার পরও চুটিয়ে অভিনয় করেছেন, কেউ আবার মুখে বলিরেখা-সহ আত্মবিশ্বাসের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। কিন্তু কঙ্গনা কি উল্টো পথে হাঁটছেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১৬:২৫
Share:

বয়স বাড়ছে দেখে কোন সিদ্ধান্ত নিলেন কঙ্গনা? ছবি: সংগৃহীত।

রুপোলি পর্দায় নায়িকাদের অভিনয় জীবন নাকি ক্ষণস্থায়ী। খুব বেশি হলে বছর দশেক। নব্বইয়ের দশকের নায়িকার কেউ বিয়ের পর বলিউড ছেড়েছেন, কেউ আবার মা হওয়ার পর মুখ ফিরিয়েছেন রুপোলি পর্দা থেকে। যদিও এই প্রজন্মের নায়িকারা অনেকেই পুরনো রীতি নীতি ভেঙেছেন। কেউ মা হওয়ার পরও চুটিয়ে অভিনয় করেছেন, কেউ আবার মুখে বলিরেখা-সহ আত্মবিশ্বাসের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। তাঁর উদাহরণ করিনা কপূর থেকে ঐশ্বর্যা রাই বচ্চন। নিজেদের বয়স, ওজন বৃদ্ধি, মুখের বলিরেখা, মাতৃত্ব সব কিছুকেই উদ্‌যাপন করছেন তাঁরা। টলিপাড়ায় যেমন রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। পাকা চুল, মেচেতার দাগ— কিছুই যেন লুকোনি। বরং সেটাকেই উদ্‌যাপন করেছেন। এ বার তাঁদের দলে নাম লেখানেন কঙ্গনা রনৌত। যদিও কঙ্গনা অবশ্য বয়সের কারণ রাজনীতির দিকে ঝুঁকছেন।

Advertisement

২০২৪ এ লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে সাংসদ হয়েছেন কঙ্গনা। লোকসভার অধিবেশনের দেখাও গিয়েছে তাঁকে। রাজনীতির পাশপাশি অভিনয় করছেন কিন্তু সবটাই তাঁর নিজস্ব প্রযোজনায়। এ বার নিজের সাদা চুলের ছবি দিলেন অভিনেত্রী।

বয়স বাড়ছে। অভিনেত্রী হওয়ার পাশপাশি নিজের বয়সকে উদ্‌যাপন যেমন করছেন, তেমনই জানিয়েছেন বয়সের সঙ্গে রাজনীতির দিকে ঝুঁকছেন তিনি। কঙ্গনার কথায়, ‘‘বয়স্ক মহিলাদের জন্য রাজনীতি অনেক বেশি উদার। অন্য দিকে সিনেমার সেটে আমার সাদা চুল দেখলে সকলে সেটা কোনও না কোনও ভাবে ঢাকার চেষ্টা করে।’’ এ বার কি তা হলে কি অভিনয়ের পাট চুকিয়ে গোটা সময়টা রাজনীতিতেই দেবেন কঙ্গনা! জল্পনা উস্কে দিলেন নিজেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement