Chahal-Mahvash

ধনশ্রীর ঘর ভেঙেছেন, চুপিচুপি দেখা করতে আসেন চহল, ‘প্রেমিকা’ মহাওয়াশ দিলেন কোন বার্তা?

সকলের চোখ এড়িয়ে দেখা করতে এসেছেন চহল। এমনকি একাধিক বার পঞ্জাব কিংসের হয়ে গ্যালারিতে বসে গলা ফাটাতে দেখা গিয়েছে মহওয়াশকে। এ বার ক্রিকেট তারকার চর্চিত প্রেমিকার পোস্টে উস্কে উঠল কোন জল্পনা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১৩:৫৮
Share:

(বাঁ দিক থেকে) ধনশ্রী বর্মা, যুজুবেন্দ্র চহল, মহওয়াশ। ছবি: সংগৃহীত।

প্রথম স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে বেতার উপস্থাপক মহওয়াশের সঙ্গে প্রেমের জল্পনা শুরু হয়েছে যুজুবেন্দ্র চহলের। আইপিএলের মাঝে সেই জল্পনা আরও বেড়েছে। তাঁরা দু’জনের কেউই অবশ্য স্বীকার করেননি এই সম্পর্কের কথা। কিন্তু খুব একটা রাখঢাকও দেখা যাচ্ছে না।

Advertisement

পঞ্জাব কিংসের টিমবাসে একসঙ্গে দেখা গিয়েছিল চহল-মহওয়াশকে। এমনকি হোটেলে বারান্দায়ও মহওয়াশেকে দেখা গিয়েছে চহলের জন্য অপেক্ষা করতে। সকলের চোখ এড়িয়ে দেখা করতে এসেছেন চহল। একাধিক বার পঞ্জাব কিংসের হয়ে গ্যালারিতে বসে গলা ফাটাতে দেখা গিয়েছে বেতার সঞ্চালককে। এত কিছুর পর মহওয়াশের পোস্ট দেখে শুরু হয়েছে জল্পনা। তবে কি ফের সম্পর্ক ভাঙল চহলের!

মহওয়াশ নিজের সমাজমাধ্যমের পাতায় লেখেন, “আপনি জানেন, আপনি কখনও কারও সঙ্গে কোনও ভুল করেননি। আপনার উদ্দেশ্য সব সময় ভাল ছিল এবং আপনি মনে রেখেছেন যে একদিন আপনাকে ঈশ্বরের কাছে যেতে হবে। আপনার নীতি অনুসারে জীবনযাপন করুন। লোকে কী বলল তাতে পাত্তা দেওয়ার দরকার নেই।”

Advertisement

মহওয়াশের সঙ্গে চহলের প্রেমের খবর ছড়িয়ে পড়ার পর থেকে তাঁকে সমাজমাধ্যমে ‘ঘর ভাঙানি’ তকমা পেতে হয়েছে। এমনকি চহলের প্রাক্তন স্ত্রী ধনশ্রীও নানা ইঙ্গিত দিয়েছেন। তবে কি তাঁদের সকলেই উত্তর দিলেন মহওয়াশ!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement