Entertainment News

‘মণিকর্নিকা’র সাফল্যে ছুটির মুডে কঙ্গনা

সোশ্যাল মিডিয়ায় কঙ্গনার বোন রঙ্গোলি একটি ভিডিয়ো শেয়ার করেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ১৭:১০
Share:

কঙ্গনা রানাওয়াত। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

একাই গোটা একটা ছবিকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা তিনি রাখেন। সে প্রমাণ আগেই দিয়েছেন কঙ্গনা রানাওয়াত। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘মণিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’ও কঙ্গনার পারদর্শিতাকে ফের প্রমাণ করেছে। বক্স অফিস শাসন করছে এই ছবি। প্রথম দু’দিনে আয় হয়েছে প্রায় ২৭ কোটি টাকা। সাফল্যের আবহে ছুটির মুডে রয়েছেন নায়িকা।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় কঙ্গনার বোন রঙ্গোলি একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে খুদে আত্মীয় পৃথ্বীরাজকে কোলে বসিয়ে খেলছেন কঙ্গনা। অর্থাত্ ফ্যামিলি টাইম কাটাচ্ছেন তিনি।

‘মণিকর্নিকা’ বহু কারণে কঙ্গনার কাছে স্পেশ্যাল। ছবির কিছুটা অংশ পরিচালনাও করেছেন তিনি। বাজেট সমস্যা, কর্মী বিক্ষোভের মতো বিভিন্ন সমস্যার মুখে পড়েছিল এই ছবি। ফলে শুটিং শেষ করতেও অনেক সমস্যা ছিল। তবে সে সব কাটিয়ে মুক্তি পেয়েছে ছবি। কঙ্গনার অভিনয় পছন্দও করছেন অনুরাগীরা।

Advertisement

আরও পড়ুন, ‘জয়ী’, ‘বকুল’কে প্রকাশ্যে চড়! দেখুন ভিডিয়ো

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement