—প্রতিনিধিত্বমূলক ছবি।
গরু পাচারে বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের হাতে অপহৃত বিএসএফের এক জওয়ান। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি সীমান্ত এলাকায়। অপহৃত জওয়ানকে নিয়ে পাচারকারীরা বাংলাদেশে পালিয়ে গিয়েছে বলে খবর।
সীমান্তরক্ষী বাহিনী সূত্রে খবর, অপহৃত জওয়ানের নাম বেদ প্রকাশ। বিএসএফের ১৭৪ ব্যাটালিয়নে কর্মরত তিনি। রবিবার ভোরে ঘন কুয়াশা ছিল। সেই সুযোগে একদল বাংলাদেশি পাচারকারী সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে। তারা সীমান্তবর্তী গ্রাম থেকে গরু পাচারের চেষ্টা করছিল। সীমান্তে প্রহরারত বেদের চোখে পড়ে যায় তারা। ওই জওয়ান বাধা দেন পাচারকারীদের। ধস্তাধস্তির সময় পাচারকারীরা তাঁকে বাংলাদেশে টেনেহিঁচড়ে নিয়ে যায়।
কিছু ক্ষণের মধ্যে ওই খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে নামে বিএসএফ। সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে আলোচনা হয়েছে। তবে সুরাহা হয়নি। এখনও উদ্ধার করা সম্ভব হয়নি জওয়ানকে।
স্থানীয়েরা জানাচ্ছেন, তিন বিঘা করিডোর সংলগ্ন কুচলিবাড়ি, দহগ্রাম-অঙ্গারপোতা সীমান্ত এলাকায় প্রায়শই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দৌরাত্ম্য দেখা যায়। বেশির ভাগ সময়ে গরু পাচারের চেষ্টা চলে। সমস্যা হল এখনও অঙ্গারপোতা-দহগ্রাম সীমান্তের বেশ কিছুটা অংশে কাঁটাতারের বেড়া নেই। সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশি দুষ্কৃতীদের আনাগোনা লেগেই থাকে। সোমবারও তা-ই হয়েছে। স্থানীয়দের আরও অভিযোগ, বিশেষত শীতকালেই পাচারকারীদের দৌরত্ম্য বাড়ে। ঘন কুয়াশার আড়ালে অপকর্ম হয় বেশি।
জওয়ানের ‘অপহরণ’ প্রসঙ্গে স্থানীয় বিএসএফ কর্তারা কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি। যদিও মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা বলেন, ‘‘ঘটনাটি সম্পর্কে আমরাও অবগত। বিএসএফ ও বিজিবির মধ্যে আলোচনার মাধ্যমেই জওয়ানকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’’