WTC 2025-27

অ্যাশেজ় জিতে টেস্ট বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে জায়গা আরও মজবুত করল অস্ট্রেলিয়া, কত নম্বরে ভারত

ইংল্যান্ডকে তিনটি টেস্টে হারিয়ে অ্যাশেজ় জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের জায়গা আরও মজবুত করেছে তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ২০:৩৪
Share:

টেস্ট বিশ্বকাপ জয়ী দলকে দেওয়া হয় এই ট্রফি। —ফাইল চিত্র।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার দাপট অব্যাহত। রবিবার অ্যাডিলেডে অ্যাশেজ়ের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ৮২ রানে হারিয়ে ইতিমধ্যেই সিরিজ় জিতে গিয়েছে তারা। বাকি আরও দু’টি টেস্ট। অ্যাডিলেডে জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের জায়গা আরও মজবুত করেছে তারা। আরও খারাপ অবস্থা হয়েছে ইংল্যান্ডের।

Advertisement

ছয় টেস্টের ছ’টিতেই জিতেছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট ৭২। পয়েন্টের শতাংশ ১০০। এই পয়েন্টের শতাংশের উপরেই নির্ভর করে শীর্ষ দু’দল টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলে। অস্ট্রেলিয়া যে ভাবে এগোচ্ছে, তাতে খুব অঘটন না ঘটলে ২০২৭ সালের ফাইনালে তাদের খেলার কথা।

দ্বিতীয় স্থানে রয়েছে গত বারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের মাটিতে দুই টেস্টের একটি জিতেছে তারা। হেরেছে একটি। তার পর ভারতকে ভারতের মাটিতে দু’টি টেস্টেই হারিয়েছেন টেম্বা বাভুমারা। ফলে তাঁদের পয়েন্ট এখন ৩৬। পয়েন্টের শতাংশ ৭৫। তিন নম্বরে রয়েছে নিউ জ়িল্যান্ড। দু’টি টেস্টের মধ্যে তারা একটি জিতেছে ও একটি ড্র হয়েছে। তাদের পয়েন্ট ১৬। পয়েন্টের শতাংশ ৬৬.৬৭। একই অবস্থা চতুর্থ স্থানে থাকা শ্রীলঙ্কার। একটি টেস্ট জয় ও একটি ড্র করে তাদেরও পয়েন্ট ১৬। শ্রীলঙ্কারও পয়েন্টের শতাংশ ৬৬.৬৭।

Advertisement

পাঁচ নম্বরে পাকিস্তান। তারা একটি টেস্ট জিতেছে ও একটি হেরেছে। পাকিস্তানের পয়েন্ট ১২। পয়েন্টের শতাংশ ৫০। ছ’নম্বরে রয়েছে ভারত। সবচেয়ে বেশি ন’টি টেস্ট খেলেছে তারা। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টে ভারত দু’টি জিতেছে ও দু’টি হেরেছে। একটি টেস্ট ড্র হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ঘরের মাঠে দু’টি টেস্ট জিতলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’টি টেস্টে হারতে হয়েছে। ফলে ন’টি টেস্টের মধ্যে চারটি জিতেছে ভারত। হেরেছে চারটি। একটি টেস্ট ড্র হয়েছে। ভারতের পয়েন্ট ৫২। পয়েন্টের শতাংশ ৪৮.১৫।

সাত নম্বরে রয়েছে ইংল্যান্ড। আটটি টেস্টের মধ্যে দু’টি জিতেছে তারা। একটি টেস্ট ড্র হয়েছে। হেরেছে পাঁচটি টেস্ট। ফলে বেন স্টোকসদের পয়েন্ট ২৬। পয়েন্টের শতাংশ ২৭.০৮। আট নম্বরে থাকা বাংলাদেশ দু’টি টেস্টের মধ্যে একটি হেরেছে। অপর টেস্ট ড্র হয়েছে। তাদের পয়েন্ট ৪। পয়েন্টের শতাংশ ১৬.৬৭। নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। সাতটি টেস্টের মধ্যে ছ’টি হেরেছে তারা। একটি টেস্ট ড্র হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ়ের পয়েন্ট ৪। তাদের পয়েন্টের শতাংশ ৪.৭৬।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement