Kangana Ranaut on Meghalaya Incident

‘ঠান্ডা মাথার খুনি...’, মেঘালয় কাণ্ডে সোনম প্রসঙ্গে কী বললেন কঙ্গনা রনৌত?

মেঘালয় কাণ্ড নিয়ে তোলপাড় চারিদিক। এ প্রসঙ্গে সমাজমাধ্যমের পাতায় ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী কঙ্গনা রনৌত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৫ ১৪:৩১
Share:

কী বললেন কঙ্গনা? ছবি: সংগৃহীত।

মধ্যপ্রদেশের ইনদওর থেকে মেঘালয়ে ঘুরতে গিয়ে কোথায় উধাও গেলেন নবদম্পতি? দিশা পাচ্ছিলেন না তদন্তকারীরা। ১১ দিন পরে জলপ্রপাতের ধার থেকে উদ্ধার করা হয় রাজা রঘুবংশীর দেহ। মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে খুনের অভিযোগ উঠেছে সোনম রঘুবংশীর বিরুদ্ধে।

Advertisement

এই ঘটনা নিয়ে এ বার প্রতিক্রিয়া দিলেন সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রনৌত। গত কয়েক বছরে দেশে ঘটে যাওয়া যে কোনও ঘটনায় প্রতিক্রিয়া দিয়ে থাকেন বিজেপি সাংসদ। রবিবার, ৯ জুন সোনমকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ।

এই ঘটনা জানার পর নিজের মাথা ঠিক রাখতে পারছেন না কঙ্গনা। এমনটা যে ঘটতে পারে, এখনও বুঝে উঠতে পারেননি তিনি। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “কী অদ্ভুত ব্যাপার না! একটা মেয়ে মা-বাবাকে এতটা ভয় পায় যে, বিয়ে নাকচ করার সাহস দেখাতে পারে না। এ দিকে সুপারি কিলার ভাড়া করে ঠান্ডা মাথায় স্বামীকে খুন করতে পারে!”

Advertisement

এ সব ভেবেই মাথা ধরে গিয়েছে অভিনেত্রীর। কঙ্গনার দাবি, মেয়েটি তো আইনি বিচ্ছেদ করে তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়েও যেতে পারত। তিনি লেখেন, “খুবই নিষ্ঠুর, নৃশংস। তার চেয়েও বড় কথা, অযৌক্তিক এবং বোকার মতো কাণ্ড।” এই ঘটনা শোনার পর সবাইকে সতর্কও করেছেন কঙ্গনা। তিনি লেখেন, “বোকা মানুষের থেকে সাবধানে থাকুন। আমরা এ ধরনের মানুষকে দেখে হাসাহাসি করি ঠিকই, কিন্তু তাঁরা যে কখন কী করে ফেলবেন তা বোঝা কঠিন। নিজেদের ভালর জন্য অনেক সময় চালাক-চতুর মানুষ অন্যের ক্ষতি করতে পারেন। কিন্তু বোকারা তো নিজেরাই জানেন না তাঁরা কী করছেন। তাই সাবধান হোন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement