পাল্টা দিলেন কঙ্গনা

বাকযুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নন কঙ্গনা রানাওয়াত। কর্ণ জোহরের সঙ্গে কথা কাটাকাটি তাঁর বেড়েই চলেছে।

Advertisement
শেষ আপডেট: ১০ মার্চ ২০১৭ ০০:১০
Share:

বাকযুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নন কঙ্গনা রানাওয়াত। কর্ণ জোহরের সঙ্গে কথা কাটাকাটি তাঁর বেড়েই চলেছে। পরিচালকের আক্রমণের জবাবে কঙ্গনা বলেছেন, ‘‘সুবিধে পাওয়ার জন্য আমি যে কোনও তাস খেলতে পারি। কাজের ক্ষেত্রে প্রতিযোগিতার জন্য খারাপ হতে পারি। পরিবারের জন্য ভালবাসার তাস। দুনিয়ার সঙ্গে লড়াইয়ের জন্য সম্ভ্রমের তাস। বাসে বসার সুযোগ পাওয়ার জন্য মহিলা হওয়ার সুবিধে নিতে পারি।’’

Advertisement

আরও পড়ুন: ‘যৌনতাকে উপভোগ করলেই কোনও মহিলা যৌনকর্মী নন’

বলিউডে এখনও পর্যন্ত কাউকে দেখা যায়নি কঙ্গনাকে সমর্থন করতে। বরং কর্ণের পাশে তাঁর স্টুডেন্ট আলিয়া ভট্ট, বরুণ ধবনেরা আছেন। ঠিক যে কারণে, কঙ্গনা ‘দ্য ফ্ল্যাগ বেয়ারার অব নেপোটিজম’ আখ্যা দিয়েছিলেন কর্ণকে। কারণ পরিচালক তাঁর কিছু কাছের মানুষকেই কাজের সুযোগ দেন বলে কঙ্গনার অভিযোগ।

Advertisement

‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে এসে কঙ্গনা এক হাত নেন পরিচালককে। কর্ণ দিন কয়েক পর পাল্টা জবাব দেন। বলেন, ‘‘কঙ্গনা সব সময় মহিলা তাসটা খেলে। ইন্ডাস্ট্রি নিয়ে এত সমস্যা থাকলে ছেড়ে দিতে পারে।’’ কর্ণের এই মন্তব্যের জবাবেই মুখ খুলেছেন কঙ্গনা। বলেছেন, ‘‘মহিলাদের প্রতি অপমানজনক মন্তব্য করেছেন কর্ণ।’’ কঙ্গনা এও বলেছেন, ‘‘আমি কর্ণের বিরুদ্ধে লড়ছি না। আমার ল়়ড়াই পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন