Kangana Ranaut

‘মহাদেবের ডাক এসেছিল’, কঙ্গনা ১২টি জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শন করলেন কোন উদ্দেশ্য নিয়ে?

অভিনয় থেকে কিছুটা দূরত্ব তৈরি করে রাজনীতিতে মন দিয়েছেন তিনি। বর্তমানে তিনি মান্ডি কেন্দ্রের সাংসদ। কিন্তু হঠাৎ তিনি আধ্যাত্মিকতায় ডুব দিলেন কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৪
Share:

কঙ্গনা কেন আরাধনায় মন দিলেন? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গত কয়েক দিন ধরে বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন কঙ্গনা রনৌত। রবিবার অবশেষে তিনি তাঁর লক্ষ্যে পৌঁছলেন। কেন ১২টি জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শন করলেন কঙ্গনা?

Advertisement

অভিনয় থেকে কিছুটা দূরত্ব তৈরি করে রাজনীতিতে মন দিয়েছেন তিনি। বর্তমানে তিনি মান্ডি কেন্দ্রের সাংসদ। কিন্তু হঠাৎ তিনি আধ্যাত্মিকতায় ডুব দিলেন কেন? রবিবার শেষ গন্তব্যে পৌঁছন কঙ্গনা। শেষ গন্তব্য ছিল ভীমাশঙ্কর মন্দির। সমাজমাধ্যমে সেই ছবি ভাগ করে নিয়ে তিনি জানান, তাঁর ১২ জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শনের সফর পূর্ণ হল। তবে এই সফর শুরু হয়েছিল এক দশক আগে। কঙ্গনা মনের কথা উজাড় করে লেখেন, “মহাদেবের কৃপায় এবং আমার পূর্বপুরুষদের পুণ্যের জন্য আমার ১২ জ্যোতির্লিঙ্গ দর্শন পূর্ণ হল।”

প্রথম দিকে দর্শন শুরু হয়েছিল কাকতালীয় ভাবে। তবে শেষের দিকের দর্শনগুলি পরিকল্পনা করে এগিয়েছেন কঙ্গনা। অভিনেত্রী লেখেন, “শেষের দিকে আমি সচেতন ভাবে সিদ্ধান্ত নিই, আমাকে ১২টি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে হবেই। শেষ গন্তব্য ছিল ভীমাশঙ্কর। এখানে শিব ও শক্তি দুয়েরই অবস্থান রয়েছে অর্ধনারীশ্বর হিসাবে। প্রায় গোটা দিনই এই লিঙ্গ ঢাকা থাকে। মাত্র ১০ মিনিটের জন্য দর্শনের সুযোগ মেলে। আমি তার মধ্যে দর্শনের সুযোগ পেয়েছি। হর হর মহাদেব।”

Advertisement

এর আগে কঙ্গনা গিয়েছিলেন গিরীশনেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনে। তিনি লিখেছিলেন, “বহু জ্যোতির্লিঙ্গ আমি ২-৪ বার দর্শন করেছি। কিন্তু মহারাষ্ট্রে এই একটিই জ্যোতির্লিঙ্গ মন্দির রয়েছে। আমার সৌভাগ্য হয়েছে দর্শনের। তবে এই নিয়ে সন্দেহ নেই, মহাদেবের ডাক এলেই একমাত্র তাঁর দর্শন পাওয়া যায়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement