Entertainment News

‘আমার ভালবাসার গল্প বদলে গিয়েছে ট্র্যাজেডিতে’

রেডবুকের ‘ফিট টু ফাইট’ অ্যাওয়ার্ডের মঞ্চ। মাইকের সামনে কঙ্গনা রানাওয়াত। বললেন, ‘‘আমি জানি, আমি যা বলব তাতে আমারই সমস্যা বাড়বে। কিন্তু আজও যদি আমি চুপ করে থাকি, তা হলে নিজের সঙ্গেই ঠিক বিচার করা হবে না।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৬ ১৬:৩৯
Share:

রেডবুকের ‘ফিট টু ফাইট’ অ্যাওয়ার্ডের মঞ্চ। মাইকের সামনে কঙ্গনা রানাওয়াত। বললেন, ‘‘আমি জানি, আমি যা বলব তাতে আমারই সমস্যা বাড়বে। কিন্তু আজও যদি আমি চুপ করে থাকি, তা হলে নিজের সঙ্গেই ঠিক বিচার করা হবে না।’’ ছোট্ট এক শহর থেকে এসে বলিউডে ক্রমাগত অপমানিত হওয়া, তারপর একটু একটু করে অভিনয়ের জোরে নিজের জায়গা করে নেওয়ার ঘটনা শেয়ার করেছেন নায়িকা। কিন্তু সম্প্রতি হৃতিক রোশনের সঙ্গে সম্পর্কের জল্পনা তাঁকে শিরোনামে এনেছে। নিজেকে তৃতীয় ব্যক্তি হিসেবে রেখেই বিস্ফোরক কিছু তথ্য শেয়ার করেছেন কঙ্গনা।

Advertisement

আরও পড়ুন, ‘সিনেমা দেখতে গিয়ে আমাকে কেন দেশপ্রেমিক হতেই হবে?’

তিনি জানিয়েছেন, একটা মেয়ে যার বাস্তববোধ বেশ কম, একটা লোকের প্রেমে পড়ল। লোকটা সারা দুনিয়ার সঙ্গে সেই মেয়ের পরিচয় করাল। তাকে চুমু খেয়ে বলল, আমি ভালবাসি তোমায়। এখন সেই লোকটা বলছে, মেয়েটা নর্মাল নয়। ফলে ভালবাসার গল্পটা বদলে গেল ট্র্যাজেডিতে।
কঙ্গনার কথায়, ‘‘প্রেমিকা হিসেবে আমি যে চিঠিগুলো লিখেছিলাম তা সারা দুনিয়ার সামনে প্রকাশ করা হল। আমার একান্ত ব্যক্তিগত কথা সকলে জেনে গেল। সেই ঘটনার পর রাতের পর রাত আমি কাঁদতাম। সকলে আমাকে নিয়ে হাসত।’’ নায়িকা মনে করেন, কোনও পুরুষের কাছে কোনও মহিলা যদি তাঁর ইচ্ছের কথা জানান, তা কোনও অপরাধ নয়। কিন্তু সেই মহিলার দুর্বলতা নিয়ে মজা করা একেবারেই অনুচিত। অথচ তাঁর সঙ্গে সেটাই হয়েছে বলে দাবি করেছেন কঙ্গনা।

Advertisement

আরও পড়ুন, বিয়ের পর প্রথম একসঙ্গে প্রকাশ্যে এলেন রানি-আদিত্য

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement