কঙ্গনার প্রশংসায় মনীষা ছবি: সংগৃহীত।
কঙ্গনা রনৌত কিছু বললেই তা নিয়ে শুরু হয় বিতর্ক। সমসাময়িক অভিনেত্রীদের সঙ্গেও প্রায়ই বাক্যুদ্ধে জড়িয়ে পড়েন তিনি। একাধিক ব্যক্তির সঙ্গে কাদা ছোড়াছুড়ির সম্পর্ক তাঁর। ব্যতিক্রম মনীষা কৈরালা। সম্প্রতি কঙ্গনাকে ‘অসাধারণ অভিনেত্রী’র তকমা দিয়েছেন মনীষা। প্রশংসার উত্তরও দিয়েছেন বলিউডের কুইন।
কঙ্গনার মুক্তিপ্রাপ্ত শেষ ছবি ‘ইমার্জেন্সি’। সেই ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। ছবির পরিচালনাও তাঁর। কয়েক জন কঙ্গনার অভিনয়ের প্রশংসা করলেও এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এই নিয়ে নানা আক্ষেপের কথা কঙ্গনা আগেও জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনীষা নতুন প্রজন্মের অভিনেতাদের প্রসঙ্গে বলেন, “রণবীর সিংহ, রণবীর কপূর, দু’জনই দারুন অভিনেতা। ভিকি কৌশলও অসাধারণ। ওঁরা যখন অভিনয় করেন, অবাক হয়ে যাই। আমি মনে মনে বলি, ‘এরা কী ভাবে এমন অভিনয় করেন?’ ওঁদের অভিনয় দেখে আমি মুগ্ধ।”
অভিনেত্রীদের মধ্যে মনীষার মতে, কঙ্গনা অসাধারণ। কঙ্গনার পাশাপাশি আলিয়া ভট্টের নামও উল্লেখ করেন তিনি। মনীষার কথায়, “রাজকুমার রাও সত্যিই দারুন। ওঁর কোনও ছবি আমি বাদ দিই না। জয়দীপ অহলওয়াতের সঙ্গে আমি কাজ করেছি। তিনিও অসাধারণ। আর বড় তারকাদের মধ্যে কঙ্গনা অসাধারণ অভিনেত্রীয় আলিয়াও ভাল অভিনয় করেন। ওঁরা পরিশ্রম করেন, দেখলে বোঝা যায়।”
মনীষার প্রশংসায় উত্তর দিয়েছেন কঙ্গনা। সমাজমাধ্যমে সেই সাক্ষাৎকারের অংশ ভাগ করে নিয়ে তিনি লেখেন, “অসংখ্য ধন্যবাদ আপনাকে ম্যাম।” সঙ্গে জোড়হাতের ইমোজি ভাগ করে নিয়েছেন তিনি। এই প্রথম নয়। এর আগেও কঙ্গনা সম্পর্কে এক সাক্ষাৎকারে মনীষা বলেছিলেন, “কঙ্গনা অসাধারণ। ‘কুইন’ ছবিতে ওকে দারুন লেগেছিল।”