কঙ্গনার তোপের মুখে মীরা-পুত্র জ়োহরান। ছবি: সংগৃহীত।
বাইরে বেরোতে খুব একটা ভালবাসেন না। বাড়িতে থেকেই টুইটারে একে-তাকে দু’চারটে গালমন্দ করে বিতর্কে জড়াতে নাকি মন্দ লাগে না! এ কথা নিজেই স্বীকার করেছেন কঙ্গনা রনৌত।
বলিউড থেকে রাজনীতি কিংবা চারপাশে ঘটে চলা যে কোনও বিষয়ে তিনি নিজের মতামত দেবেন, এটাই যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে। এ বার কঙ্গনা খেপে গেলেন পরিচালক মীরা নায়ারের পুত্র জ়োহরান মামদানির উপর।
মীরা নায়ার ইন্দো-আমেরিকান পরিচালক। ‘মনসুন ওয়েডিং’, ‘সালাম বম্বে’, ‘নেমসেক’-এর মতো ছবির বানিয়েছেন। তাঁর স্বামী মেহমুদ মামদানি খ্যাতনামী লেখক। তাঁদের পুত্র জ়োহরান নিউ ইয়র্কের বাসিন্দা। ৩৩ বছর বয়সি জ়োহরান সেখানের রাজনীতির সঙ্গে জড়িত। দিন কয়েক আগেই তিনি ধর্ম সংক্রান্ত বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে আসেন। উঠে আসে রামের প্রসঙ্গও।
তাতেই চটে গিয়েছেন কঙ্গনা। তাই ভারতীয় বংশোদ্ভূত জ়োহরানকে ‘পাকিস্তানি’ বলে তোপ দেগেছেন। কঙ্গনার কথায়, ‘‘উনি মীরা নায়ারের ছেলে। আমাদের দেশের অন্যতম খ্যাতনামী পরিচালক। গুজরাতি লেখক মেহমুদের পুত্র জ়োহরান। কিন্তু ওঁর কথা শুনে ভারতীয় নয়, অনেক বেশি পাকিস্তানি মনে হয়। জন্মসূত্রে যে হিন্দু পরিচিত পেয়েছেন সেটা ধুয়ে গিয়েছে। এমনটাই আসলে হয়ে থাকে।’’