অরুণিমার চরিত্রে কঙ্গনা

ছবিটি অরুণিমা সিংহের জীবন অবলম্বনে তৈরি হতে চলেছে। প্রসঙ্গত, অরুণিমাই প্রথম প্রতিবন্ধী ভারতীয়, যিনি মাউন্ট এভারেস্টে উঠেছিলেন। ছবিতে অরুণিমার চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। ছবিতে কঙ্গনার মেন্টরের ভূমিকায় দেখা যেতে পারে অমিতাভ বচ্চনকে।

Advertisement
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৮ ০০:০০
Share:

অমিতাভ ও কঙ্গনা

এখন তিনি ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’র শেষ পর্যায়ের কাজে ব্যস্ত। এই কাজ শেষ হলেই আরও একটি অন্য ধরনের কাজ শুরু করতে চলেছেন কঙ্গনা রানাওয়াত। শোনা যাচ্ছে, আর বালকির আগামী ছবিতে দেখা যাবে তাঁকে। ছবিটি অরুণিমা সিংহের জীবন অবলম্বনে তৈরি হতে চলেছে। প্রসঙ্গত, অরুণিমাই প্রথম প্রতিবন্ধী ভারতীয়, যিনি মাউন্ট এভারেস্টে উঠেছিলেন। ছবিতে অরুণিমার চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। বিশেষ ভাবে সক্ষমদের শরীরী ভাষা আয়ত্ত করতে খুব শিগগিরই প্রস্তুতি শুরু করবেন অভিনেত্রী। ছবিতে কঙ্গনার মেন্টরের ভূমিকায় দেখা যেতে পারে অমিতাভ বচ্চনকে। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহে সইসাবুদ চূড়ান্ত হলেই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। ছবির শ্যুটিং শুরু হতে পারে চলতি বছরের শেষের দিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন