একে অপরকে আইনি নোটিস পাঠালেন কঙ্গনা-হৃতিক!

শুনে অবাক হচ্ছেন! কিন্তু খবরটা অবাক করা হলেও সত্যি। অন্তত মুম্বইয়ের একটি মিডিয়া রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। ঠিক কী বলছে এই রিপোর্ট? খুব সম্প্রতি হৃতিক রোশন নাকি কঙ্গনা রানাউতকে একটি আইনি নোটিস পাঠিয়েছেন।

Advertisement
শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৬ ১১:২২
Share:

শুনে অবাক হচ্ছেন! কিন্তু খবরটা অবাক করা হলেও সত্যি। অন্তত মুম্বইয়ের একটি মিডিয়া রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। ঠিক কী বলছে এই রিপোর্ট? খুব সম্প্রতি হৃতিক রোশন নাকি কঙ্গনা রানাউতকে একটি আইনি নোটিস পাঠিয়েছেন। নোটিশে হৃতিকের অভিযোগ, কঙ্গনা তাঁর ভাবমূর্তি নষ্ট করতে মিডিয়াতে অপপ্রচার চালাচ্ছেন।

Advertisement

নোটিস পেয়ে চুপ করে থাকেননি কঙ্গনাও। তিনিও পাল্টা আইনি নোটিস পাঠিয়ে তাঁকে ভয় দেখানো এবং অপদস্থ করার অভিযোগ এনেছেন হৃতিকের বিরুদ্ধে। ওই রিপোর্ট অনুযায়ী, কঙ্গনা তাঁর আইনজীবী রিজওয়ান সিদ্দিকি মারফত্ একটি একুশ পাতার লম্বা চওড়া আইনি নোটিস পাঠিয়েছেন হৃতিক রোশনকে।

বেশ কিছু দিন ধরেই বলিউডে কঙ্গনা-হৃতিকের সম্পর্কের ‘ফেলে আসা দিনগুলি’ নিয়ে জলঘোলা হচ্ছিল। সাম্প্রতিক অতীতে পরোক্ষ বাদানুবাদেও জড়িয়ে পড়েছেন এই দু’জন। এ বার তাঁদের অতীত নিয়ে এই ঝামেলা রীতিমতো আদালতে গড়াল।

Advertisement

সোজা আইনি নোটিশ! ভাবা যায়?

আরও পড়ুন: যৌথ প্রযোজনায় হেলেনের সঙ্গে জুটি বাঁধছেন ইন্দ্রনীল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement