বাকিংহাম প্যালেসে পৌঁছে গেল কণিকার জনপ্রিয়তা

কণিকা বলেছেন, ‘‘এটা আমার কাছে বিরাট সম্মান। তবে লন্ডন আমার কাছে হোম অ্যাওয়ে ফ্রম হোম। সেখানে ডাক পাওয়ার একটা অন্য আরামও আছে।’’

Advertisement
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:০০
Share:

কণিকা কপূর

বলিউডে তিনি বরাবরই জনপ্রিয়। এ বার খোদ বাকিংহামের রাজ দরবারে পৌঁছে গেল কণিকা কপূরের জনপ্রিয়তা!

Advertisement

লখনউয়ে জন্ম হলেও কণিকা বড় হয়েছেন লন্ডনেই। ব্রিটেন আর এশিয়ার যৌথ উদ্যোগে দারিদ্র্য দূরীকরণের একটি স‌ংস্থার মুখও কণিকা। সংস্থার দশম বার্ষিকীর উদ্‌যাপন হতে চলেছে শীঘ্রই। সেই সূত্রেই কণিকা পেয়েছেন প্রিন্স চার্লস আর ডাচেস অব কর্নওয়াল ক্যামিলার আমন্ত্রণ। সেখানেই রাজ পরিবারকে গান গেয়ে শোনাবেন তিনি। এর আগে চার্লস ও ক্যামিলার ডাকে লন্ডনেই একটি চ্যারিটি শোয়ে অংশ নিয়েছিলেন কণিকা। কিন্তু বাকিংহাম প্যালেসে এই প্রথম। কণিকার সঙ্গে থাকবেন ব্রিটিশ প্রযোজক নটি বয়-ও। কণিকা বলেছেন, ‘‘এটা আমার কাছে বিরাট সম্মান। তবে লন্ডন আমার কাছে হোম অ্যাওয়ে ফ্রম হোম। সেখানে ডাক পাওয়ার একটা অন্য আরামও আছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement