Entertainment News

আলিকে টুইটারে আনফলো করলেন কপিল!

প্রকাশ্য ঝামেলার পর ‘দ্য কপিল শর্মা শো’ ছেড়ে বেরিয়ে গিয়েছেন সুনীল গ্রোভার। যদিও চ্যানেলের সঙ্গে চুক্তি থাকার কারণে এখনও এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি সুনীল। একই সঙ্গে শো ছেড়ে বেরিয়ে গিয়েছেন আলি আসগর ও চন্দন প্রভাকরের মতো অভিনেতাও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৭ ১১:১৩
Share:

প্রকাশ্য ঝামেলার পর ‘দ্য কপিল শর্মা শো’ ছেড়ে বেরিয়ে গিয়েছেন সুনীল গ্রোভার। যদিও চ্যানেলের সঙ্গে চুক্তি থাকার কারণে এখনও এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি সুনীল। একই সঙ্গে শো ছেড়ে বেরিয়ে গিয়েছেন আলি আসগর ও চন্দন প্রভাকরের মতো অভিনেতাও। প্রকাশ্য ঝামেলার পরেও সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকের সঙ্গেই যুক্ত ছিলেন কপিল। কিন্তু সম্প্রতি নাকি আলি আসগরকে টুইটারে আনফলো করে দিয়েছেন এই কমেডিয়ান।

Advertisement

আরও পড়ুন, এক কাহিনির দুই ‘বেগম’ মুখোমুখি কলকাতায়

‘দ্য কপিল শর্মা শো’-তে নানির ভূমিকায় দেখা যেত আলি আসগরকে। কিন্তু এই শো-তে যে তাঁকে আর প্রয়োজন নেই, তা যেন টুইটারে আনফলো করে ফের বুঝিয়ে দিলেন কপিল। অন্তত এমনটাই মত ইন্ডাস্ট্রির একটা বড় অংশের।

Advertisement

সূত্রের খবর, ইতিমধ্যেই ওই শো-এর টিআরপি অনেকটাই কমে গিয়েছে। জনপ্রিয়তার নিরিখে পিছিয়ে পড়েছেন কপিল নিজেও। শোনা যাচ্ছে, নতুন শো নিয়ে ওই একই চ্যানেলে আসছেন সুনীল। তা ভবিষ্যতে দর্শকদের মন জিতবে কি না তা-ই সেটাই এখন দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement