Dharmendra Health Update

শয্যাশায়ী ধর্মেন্দ্র, সাতসকালে রেগে গেলেন সানি! ক্ষোভ প্রকাশ অমীষা ও কর্ণেরও

বাবা শয্যাশায়ী। সেই পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার সকালে মেজাজ হারান সানি। অভিনেত্রী অমীষা পটেল ও কর্ণ জোহর দু’জনেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৮:০১
Share:

ধর্মেন্দ্র নিয়ে একজোটে সানি-অমীষা-কর্ণরা। ছবি: সংগৃহীত।

বুধবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ধর্মেন্দ্র। অভিনেতার চিকিৎসা চলছে বাড়িতেই। আপাতত ভেন্টিলেশনে রয়েছেন তিনি। ধর্মেন্দ্র বাড়ি ফেরার পর থেকে তাঁর জুহুর বাড়ির সামনে আলোকচিত্রীদের ভিড় লেগে রয়েছে। বাড়ির ভিতরে কারা ঢুকছেন, কারা বেরোচ্ছেন— সবটাই ক্যামেরাবন্দি করছেন তাঁরা। এই সব দেখেশুনে বৃহস্পতিবার সকালে আর থাকতে না পেরে মেজাজ হারালেন সানি। সেইসঙ্গে অভিনেত্রী অমীষা পটেল ও কর্ণ জোহর দু’জনেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিষয়টি নিয়ে।

Advertisement

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেওল পরিবার। অসুস্থ ধর্মেন্দ্র বাড়ি ফেরার পর তাঁর শয্যাশায়ী অবস্থার ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। সেই ভিডিয়োয় ধর্মেন্দ্রকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা গিয়েছিল প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে। এ ছাড়াও ধর্মেন্দ্রের বাড়িতে কোনও ডেলিভারি কর্মী খাবার দিতে এলে তাঁকেও বাড়ির অন্দরের পরিস্থিতি সম্পর্কে প্রশ্নে জেরবার করছেন বাইরে অপেক্ষমান লোকজন ও আলোকচিত্রীরা। এ সব দেখেশুনে বেজায় রেগে গিয়ে সানি তাঁদের বলেই ফেলেন,‘‘আপনাদের বাড়িতে বাবা-মা, ছেলেমেয়ে নেই? যান এখান থেকে!’’

এর পরেই কর্ণ জোহর লেখেন, ‘‘ওরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা কি মানবিক বোধ সব জলাঞ্জলি দিয়েছি? একটা মানুষ যিনি ভারতীয় সিনেমাকে এত কিছু দিয়েছেন, তাঁকে নিয়ে যে সব ব্যাপারস্যাপার দেখছি তা লজ্জাজনক।’’ ধর্মেন্দ্রকে হাসপাতালে দেখতে গিয়ে চোখ জল নিয়ে বেরিয়েছিলেন অমীষা। এ বার তিনিও বলেন, ‘‘এখনই দেওলদের বাড়ির চত্বর ফাঁকা করে দিন, ওদের গোপনীয়তা রক্ষা করতে দিন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement