Karan Johar

‘স্বজনপোষণ’ তত্ত্ব থেকে সরে এলেন কর্ণ জোহর

সব দোষ নিজের ঘাড়ে নিয়ে বলেছেন, ‘‘কফি উইথ কর্ণতে কী হয়েছিল, তা নিয়ে আর নয়। ওই বিতর্ককে টেনে আনা আমার উচিত হয়নি। আমি আমার আচরণে দুঃখিত।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৭ ১৪:৫৯
Share:

আইফা-র গ্রিন কার্পেটে কর্ণ জোহর। ছবি: এএফপি।

প্রতিভা এবং পরিশ্রম— এই দুয়ের কোনও বিকল্প নেই। এবং সেটাই আসল। স্বজনপোষণের কোনও জায়গাই নেই ইন্ডাস্ট্রিতে। নিজের সাম্প্রতিক মন্তব্য থেকে সরে এসে এমন দাবিই করলেন পরিচালক কর্ণ জোহর।

Advertisement

বিতর্কের শুরুটা যদিও আইফা মঞ্চে হয়েছিল। হাস্য-কৌতুক চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন বরুণ ধবন। তখন সইফ হঠাৎ বলেন, ‘‘তুমি এখানে এসেছ তোমার বাবার জন্য।’’। বরুণের চটজলদি জবাব, ‘‘তুমিও এখানে এসেছ তোমার মায়ের সুবাদে।’’ কর্ণও জোর গলায় স্বীকার করে নেন, তাঁর পিছনেও ছিলেন তাঁর বাবা যশ জোহর। এর পর তিন জনে এক সুরে চেঁচিয়ে উঠে বলেন, ‘নেপোটিজম রকস্’। রঙ্গরসের শেষ হয়, ‘বোলি চুরিয়া, বোলে কঙ্গনা’ গান গেয়ে, কর্ণের টিপ্পটিতে। কর্ণের মন্তব্য, ‘‘কঙ্গনা কথা না না বললেই ভাল হয়।’’

আইফা মঞ্চে ‘নেপোটিজম রকস্’ চেঁচিয়ে ঠাট্টা। ছবি: এএফপি।

Advertisement

নেটিজেনদের প্রতিবাদের জেরে এ নিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন বরুণ ধবন। অপেক্ষা ছিল বাকি দু’জনের। বিতর্ক শুরুর প্রায় দু’দিন পর অবশেষে মুখ খুললেন কর্ণ জোহর। বললেন, ‘‘ইন্ডাস্ট্রিতে নেপোটিজম নয়, ট্যালেন্ট আর পরিশ্রমই আসল।’’ নিউ ইয়র্কে বসে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক্সক্লুসিভ এক সাক্ষাৎকারে সাংবাদিকের প্রশ্ন সামলাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে কর্ণকে।

আরও পড়ুন, আইফা মঞ্চে ‘স্বজনপোষণ’ ঠাট্টা, নেটিজেনদের প্রতিবাদে ক্ষমা চাইলেন বরুণ

প্রশ্ন ওঠে, কঙ্গনাকে এ ভাবে আক্রমণ করা হল কেন?

জবাবে সরাসরি ক্ষমা চেয়ে নিয়েছেন ধর্মা প্রোডাকশনসের মালিক। সব দোষ নিজের ঘাড়ে নিয়ে বলেছেন, ‘‘কফি উইথ কর্ণতে কী হয়েছিল, তা নিয়ে আর নয়। ওই বিতর্ককে টেনে আনা আমার উচিত হয়নি। আমি আমার আচরণে দুঃখিত।’’

এ বছরই কর্ণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ কর্ণ’-তে এসে তাঁকে ‘স্বজনপোষণের ধ্বজাধারী’ বলেছিলেন কঙ্গনা রানাউত। এর পরই সমালোচিত হন কঙ্গনা। কিন্তু আইফা মঞ্চে সেই বিতর্ক টেনে নিয়ে গিয়ে কর্ণদের এমন রঙ্গ-তামাশাকে মোটেই ভাল চোখে দেখেননি নেটিজেনরা। বলিউডের প্রথম সারির পরিচালকের মুখে ‘কুইন’-এর প্রতি এমন ব্যঙ্গ-বিদ্রুপ শুনে প্রতিবাদ করেন টুইটারেত্তিরা। এর পর কর্ণের ‘নেপোটিজম রকস্’ ব্যাখ্যা। যদিও গোটা বিষয়ে কঙ্গনা রানাউতের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

! ! ❤️

বরুণ হল। কর্ণ হল। সইফ কি এ সব শুনতে পেলেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement