Entertainment News

করিনা তাঁর ‘প্রথম সমস্যা’, আত্মজীবনীতে বিস্ফোরক কর্ণ জোহর

কর্ণ জোহরের সদ্য প্রকাশিত আত্মজীবনীতে একের পর এক বিস্ফোরক তথ্য। কাজলের পর এ বার করিনা কপূর খান। আবার বিস্ফোরক কর্ণ জোহর! কাজল সম্পর্কে লিখেছিলেন, ওই অভিনেত্রীর সঙ্গে তাঁর বন্ধুত্ব শেষ হয়ে গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৭ ১১:০০
Share:

করিনা কপূর খানের সঙ্গে কর্ণ জোহর। ছবি: সংগৃহীত।

কর্ণ জোহরের সদ্য প্রকাশিত আত্মজীবনীতে একের পর এক বিস্ফোরক তথ্য।

Advertisement

কাজলের পর এ বার করিনা কপূর খান। আবার বিস্ফোরক কর্ণ জোহর! কাজল সম্পর্কে লিখেছিলেন, ওই অভিনেত্রীর সঙ্গে তাঁর বন্ধুত্ব শেষ হয়ে গিয়েছে। তাঁর লেখায়, “আমার এক বিন্দুও কাজলকে দিতে চাই না। কারণ, ওর প্রতি গত ২৫ বছর ধরে আমার যা অনুভূতি ছিল, ও তা মেরে ফেলেছে।” আত্মজীবনী ‘অ্যান আনসুটেব্‌ল বয়’-এর এক জায়গায় তিনি জানিয়েছেন, এই ইন্ডাস্ট্রিতে করিনা তাঁর ‘ফার্স্ট প্রবলেম’!

আরও পড়ুন

Advertisement

লিফ্টের মধ্যে সইফ আর শাহিদের সঙ্গে করিনার কী করার ইচ্ছে জানেন?

কেন করিনা সম্পর্কে এমন কথা বললেন কর্ণ?

কর্ণের ব্যাখ্যা, করিনাকে ‘কাল হো না হো’ অফার করেছিলেন তিনি। করিনা শর্ত দেন, শাহরুখের সমান পারিশ্রমিক পেলে তবেই তিনি এ ছবিতে কাজ করতে রাজি। কর্ণও সঙ্গে সঙ্গে তাঁকে ‘না’ বলে দেন। এর পর নাকি এক বছরের বেশি কোনও যোগাযোগ ছিল না দু’জনের। অবশ্য, এত দিন যোগাযোগ বন্ধ থাকার জন্য নিজেকেই দায়ি করেছেন কর্ণ। কারণ, তাঁর বাবার মৃত্যুর পর করিনাই মিটমাট করে নেন সব।

আরও পড়ুন

সলমনের বয়স ৬৪! ‘প্রমাণ’ ঘুরছে সোশ্যাল মিডিয়ায়

কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন তাঁর একের পর এক ছবি ‘ফ্লপ’ করছে সে সময় কর্ণর ‘কাল হো না হো’র জন্য দুম করে এতগুলো টাকা কেন চেয়ে বসেছিলেন বেবো!

কর্ণ জানাচ্ছেন, ওই ফ্লপের কারণেই করিনা বেঁকে বসেছিলেন। এর ঠিক আগেই আদিত্য চোপড়ার অ্যাসিস্ট্যান্ট কুণাল কোহলির ‘মুঝসে দোস্তি করোগে’ মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। তাই যখন বেবো শোনেন, ‘কাল হো না হো’ পরিচালনা করবেন কর্ণের অ্যাসিস্ট্যান্ট নিখিল আডবাণী। তখন আর ঝুঁকি নিতে চাননি। আর তাই ছবির জন্য শাহরুখের সমান পারিশ্রমিক দাবি করে বসেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement