Karan Johar

‘জাহ্নবীর পরিবারের সদস্যের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমার’, কুমারত্ব হারানোরও কথা বললেন কর্ণ

নিজের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বসলেন কর্ণ জোহর। জীবনে কবে কুমারত্ব হারিয়েছেন, সেই তথ্য নিজেই ফাঁস করলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ২০:২৪
Share:

জাহ্নবী হতবাক কর্ণের মন্তব্য শুনে। ছবি: সংগৃহীত।

তাঁর সাক্ষাৎকারে এসে তারকারা প্রায়শই বেফাঁস মন্তব্য করে ফেলেন। এ বার তিনি নিজেই নিজের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বসলেন। জীবনে কবে কুমারত্ব হারিয়েছেন, সেই তথ্য নিজেই ফাঁস করলেন কর্ণ জোহর।

Advertisement

সাধারণত তাঁর অনুষ্ঠান ‘কফি উইথ কর্ণ’-তে এসে তারকারা বিস্ফোরক মন্তব্য করে থাকেন। এ বার কর্ণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজল ও টুইঙ্কল খন্নার অনুষ্ঠান ‘টু মাচ’-এ। কর্ণের সঙ্গে গিয়েছিলেন জাহ্নবী কপূর।

অনুষ্ঠানে কর্ণকে এমন কিছু বলতে বলা হয়, যার মধ্যে একটি তথ্য সত্যি। অন্য তথ্যটি মিথ্যা। জাহ্নবীই এই প্রশ্ন করেন তাঁকে। কর্ণ বলেন, “আমি ২৬ বছর বয়সে কুমারত্ব হারিয়েছিলাম। দ্বিতীয়ত, তোমার পরিবারের এক সদস্যের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।” এই শুনে চমকে যান জাহ্নবী। হেসে লুটিয়ে পড়েন কাজল ও টুইঙ্কলও।

Advertisement

জাহ্নবী বেশ ঘাবড়ে গিয়েছেন, এই দেখে কর্ণ আশ্বস্ত করেন, “আমি ২৬ বছর বয়সে কুমারত্ব হারিয়েছি, এটা ঠিক। আমি এ ক্ষেত্রে বেশি দেরি করেছি। তবে তোমার পরিবারের কারও সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্কের কথাটি মিথ্যে। যদিও এই ভাবনা আমার মাথায় এসেছিল।” কর্ণের এই মন্তব্যে জাহ্নবী, কাজল ও টুইঙ্কল পরস্পরের মুখের দিকে তাকিয়ে হাসতে থাকেন।

কর্ণ জোহরের সঙ্গে বেশ কিছু কাজ করেছেন জাহ্নবী। সম্প্রতি কর্ণের প্রযোজিত ‘হোমবাউন্ড’ ছবিতেও অভিনয় করেছেন শ্রীদেবী-কন্যা। এই ছবি জায়গা করে নিয়েছিল কান চলচ্চিত্র উৎসবে।

উল্লেখ্য, ইতিমধ্যেই চর্চায় উঠে এসেছে কাজল ও টুইঙ্কলের অনুষ্ঠান ‘টু মাচ’। অনুষ্ঠানের প্রথম অতিথি ছিলেন সলমন খান ও আমির খান। তার পরে আলিয়া ভট্ট-বরুণ ধবন এবং সইফ আলি খান-অক্ষয় কুমারকেও অতিথির আসনে দেখা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement