Entertainment News

বাবা হয়ে চমকে গিয়েছিলাম, বিস্ফোরক কর্ণ

কর্ণকে প্রশ্ন করা হয়, বাবা হয়ে তাঁর কী অনুভূতি হয়েছিল?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৪৩
Share:

কর্ণ জোহর। ছবি: কর্ণর ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

কিছুদিন আগেই বাবা হয়েছেন তিনি। যমজ সন্তানের বাবা। কিন্তু এই ঘটনার পর নাকি চমকে গিয়েছিলেন তিনি। তুমুল অবাক হয়েছিলেন। তিনি অর্থাত্ পরিচালক কর্ণ জোহর। এতদিন পরে এ কথা প্রকাশ্যে শেয়ার করলেন তিনি।

Advertisement

আসলে একটি ওয়েব প্ল্যাটফর্মে সদ্য শুরু হয়েছে ‘ফিট আপ উইথ দ্য স্টারস’ নামের একটি শো। আনাইতা শ্রফ এই শো-এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন। তারই প্রথম এপিসোডে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কর্ণ। সেখানেই এই বিস্ফোরক মন্তব্য করেছেন কর্ণ।

কর্ণকে প্রশ্ন করা হয়, বাবা হয়ে তাঁর কী অনুভূতি হয়েছিল? সরোগেসির মাধ্যমে যশ এবং রুহি নামের দুই যমজ সন্তানের বাবা হন তিনি। এ প্রশ্নের উত্তরে কর্ণ বলেন, ‘‘বাবা হওয়ার পর চমকে গিয়েছিলাম, অবাক হয়েছিলাম। ‘বাবা’-এই শব্দটার সঙ্গে মানিয়ে নিতে কয়েক মাস লেগেছিল আমার।’’ তবে এ কথা নেহাতই মজা করেই কর্ণ বলেছেন বলে মনে করছেন দর্শকদের একটা বড় অংশ।

Advertisement

আরও পড়ুন, প্রথম চুমু... মুখ খুললেন শ্রীলেখা

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement