Bollywood

তীব্র অবসাদে ভুগছিলেন কর্ণ জোহর, জানালেন নিজেই

মারাত্মক অবসাদে ভুগছিলেন বলিউডের পরিচালক, প্রযোজক কর্ণ জোহর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন এ কথা। নিজের কেরিয়ারে আকাশ ছোঁয়া সাফল্য সত্ত্বেও কেন অবসাদে ভুগছিলেন কর্ণ?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫৪
Share:

মারাত্মক অবসাদে ভুগছিলেন বলিউডের পরিচালক, প্রযোজক কর্ণ জোহর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন এ কথা। নিজের কেরিয়ারে আকাশ ছোঁয়া সাফল্য সত্ত্বেও কেন অবসাদে ভুগছিলেন কর্ণ?

Advertisement

তিনি জানান, বিষয়টি প্রথম বুঝতে পারেন বছর আড়াই আগে। একটি মিটিং চলাকালীন হঠাত্ অস্বস্তি অনুভব করেন। মনে হতে থাকে তাঁর হয়তো ‘হার্ট অ্যাটাক’ হতে পারে। মাঝ পথে মিটিং ছেড়ে সে দিন বেরিয়ে যান। একটুও দেরি না করে চলে যান ডাক্তারের কাছে। ডাক্তার তাঁকে পরীক্ষা করে জানান, ‘হার্ট অ্যাটাক নয়, তাঁর অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে। সঙ্গে ডিপ্রেশন।’ ডাক্তারের পরামর্শ মতো সাইকিয়াট্রিস্টের কাছে যান। প্রায় দেড় বছর চিকিত্সা চলে কর্ণর।

কিন্তু কেন অবসাদে ভুগছিলেন কর্ণ? কেন বার বার অ্যাংক্সাইটি অ্যাটাকের শিকার হচ্ছিলেন তিনি?

Advertisement

সাক্ষাৎকারে কর্ণ জানান, জীবনের একটা দীর্ঘ সময় একাকিত্বে ভুগতেন তিনি। ২০০৪-এ বাবা যশ জোহরের চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারেননি। বাবার মৃত্যুর পর আরও একা হয়ে পড়েন। কর্ণ আরও জানান, ‘‘৪৪-এ পৌঁছে সম্পর্ক, জীবনসঙ্গী, সন্তানহীন ভাবে কাটানোটা বেশ কষ্টকর। কেরিয়ারে সাফল্যের চূড়ায় থাকা সত্ত্বেও ব্যক্তিগত জীবনে এই নিঃসঙ্গতা অবসাদ আরও বাড়িয়ে দেয়। বার বার অ্যাংজাইটি অ্যাটাকের শিকার হতে হয়েছে আমাকে।’’

মানসিক চাপের সঙ্গে লড়াইয়ে জিতে গিয়েছেন তিনি। দীর্ঘ চিকিত্সার পর এখন অনেক ভাল আছেন কর্ণ জোহর।

আরও পড়ুন...
পাকিস্তানে রিলিজ হচ্ছে না ধোনির বায়োপিক

এ বার সবচেয়ে বড় দুর্গা নোয়াখালিতে

আমার দুর্গাপুজো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement