সন্তানদের উদ্দেশে কর্ণের চিঠি

শাহরুখ খানের ‘টেড টকস ইন্ডিয়া’ শোয়ে এসে কর্ণ জানান, সন্তানদের উদ্দেশে তিনি একটি চিঠি লিখেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭ ০০:৫২
Share:

যশ-রুহি ও কর্ণ

কর্ণ জোহরের সন্তানদের জন্মের পরে কেউ কেউ তাঁদের জন্মবৃত্তান্ত নিয়ে তির্যক মন্তব্য করেছিলেন। কারণ, দু’জনেই জন্মেছিলেন সারোগেসির মাধ্যমে। কিন্তু নিজের দুই সন্তান যশ ও রুহির প্রতি পরিষ্কার বার্তা দিয়েছেন কর্ণ।

Advertisement

শাহরুখ খানের ‘টেড টকস ইন্ডিয়া’ শোয়ে এসে কর্ণ জানান, সন্তানদের উদ্দেশে তিনি একটি চিঠি লিখেছেন। যার মর্মার্থ, ‘‘যখন তোমরা বড় হবে, সকলে তোমাদের ধর্ম, রং, চেহারা ও জনপ্রিয়তার মাধ্যমে বিচার করার চেষ্টা করবে। অনেকে গুজবও ছড়াবে তোমাদের নিয়ে। মনে রেখো, কোনও বিষয়েই তোমরা পিছিয়ে নেই। তোমাদের বন্ধুদের মায়েরা হয়তো তাঁদের স্কুলে পৌঁছে দিতে আসবেন। কিন্তু তোমাদের ক্ষেত্রে সেই দায়িত্ব পালন করবে বাবা। ক্লাসের বন্ধুদের মায়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন হোমওয়র্ক নিয়ে আলোচনা চলবে, সেই গ্রুপে একমাত্র বাবা হিসেবে থাকব আমি।’’

সমালোচকদেরও এই চিঠির মাধ্যমে নিজের বার্তা পৌঁছে দিয়েছেন কর্ণ। এটাও বুঝিয়ে দিয়েছেন, এ সব বিতর্ক গায়ে মাখতে চান না তিনি। সন্তানরাই যে অগ্রাধিকার, স্পষ্ট বুঝিয়েছেন তাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement