প্রাক ক্রিসমাস পার্টিতে মাতোয়ারা করিনা

সন্তানসম্ভবা করিনা কপূর খান। শুভ সেই সময় আসন্ন। নতুন সদস্য যে কোনও দিনই আসতে পারে। তাই আর কোনও ঝুঁকি নিচ্ছে না পরিবার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৬ ১২:৫০
Share:

সন্তানসম্ভবা করিনা কপূর খান। শুভ সেই সময় আসন্ন। নতুন সদস্য যে কোনও দিনই আসতে পারে। তাই আর কোনও ঝুঁকি নিচ্ছে না পরিবার। সে কারণেই এ বার হয়তো কপূরদের পারিবারিক ক্রিসমাস পার্টিতে দেখা যাবে না করিনাকে।

Advertisement

সেই পৃথ্বীরাজ কপূরের সময় থেকে কপূর বাড়িতে ক্রিসমাস পার্টি হয়ে আসছে। আর এই পার্টিতে এক জায়গায় হয় গোটা কপূর পরিবার। নিমন্ত্রিত থাকেন তাবড় বলি তারকারা। কিন্তু এ বারের ক্রিসমাস পার্টিতে হাজির থাকতে পারবেন না আদরের বেবো। রণধীর কপূর জানিয়েছেন, নতুন সদস্য আগামিকালই আসতে পারে। তাই আগে ভাগে করিনা ক্রিসমাস পার্টি সেরে রাখছেন। সম্প্রতি মালাইকা অরোরার আমন্ত্রণে তাঁর বোন অমৃতা অরোরার বাড়িতে ক্রিসমাসের নিমন্ত্রণে হাজির ছিলেন করিনা। দেখে নিন সেই ক্রিসমাস পার্টির কিছু ঝলক।

ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

Advertisement

আরও পড়ুন: জন্মদিনে কী চমক দিতে চলেছেন সলমন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement