Kareena Kapoor Khan

পঞ্জাবি পরিবারের মেয়ে, স্বামী মুসলিম, কোন ধর্ম মেনে চলেন করিনা? জানালেন তৈমুরের ন্যানি

সইফ আলি খানকে বিয়ে করার সময় করিনা ধর্মান্তরিত হয়েছেন কি না সেই নিয়ে বিস্তর জল্পনা চলেছে। এ বার সত্যটা প্রকাশ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৪ ১৯:২৮
Share:

(বাঁ দিকে) তৈমুর আলি খান (ডান দিকে) করিনা কপূর খান। ছবি: সংগৃহীত।

বলিউডের পয়লা নম্বর অভিনেত্রীদের মধ্যে পড়েন করিনা কপূর খান। পঞ্জাবি পরিবারের মেয়ে। বিয়ে করছেন নবাব পরিবারে। করিনা যখন অভিনেতা সইফ আলি খানকে বিয়ে করেন সেই সময় অভিনেত্রী ধর্মান্তরিত হয়েছেন কি না, তা নিয়ে বিস্তর জল্পনা চলেছে। যদিও করিনা বরাবরই জানিয়েছেন, তাঁদের পরিবারে এ সব বিষয়ে বিশেষ মাথা ঘামানো হয় না। তবে সম্প্রতি পটৌডী পরিবারের অন্দরের কথা প্রকাশ্যে আনলেন তৈমুরের ন্যানি (শিশু পরিচর্যাকারিণী) ললিতা ডিসিলভা।

Advertisement

সম্প্রতি ললিতাকে এক পডকাস্ট শোয়ে করিনার ভূয়সী প্রশংসা করেন। মা হিসেবে করিনা কতটা নিয়মানুবর্তী, সেটা জানান। তাঁর দুই ছেলে তৈমুর ও জেহ্‌কে গভীর মূল্যবোধের মধ্যে দিয়ে বড় করে তুলছেন। ললিতা বলেন, ‘‘অসাধারণ মা, তিনি খুবই নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চলেন, সইফও সন্তানদের অনেকটা সময় দেন। খুব সুন্দর ভাবে দুই সন্তানকে মানুষ করছেন তাঁরা। তবে করিনা নিজের মা ববিতার মতো খ্রিস্ট ধর্ম মেনে চলেন। দুই ছেলেকে স্তব করার পাঠ দিয়েছেন। আমাদের বলতেন দুই ছেলের সামনে ‘এক ওঙ্কার’-এর মতো জপ করতে।’’ করিনা যে খ্রিস্ট ধর্মের প্রতি বিশেষ ভাবে আকৃষ্ট সেটা কফি উইথ কর্ণ এর সাম্প্রতিক সিজ়নেই জানিয়েছেন। পাশপাশি এ-ও জানান, করিনাকে দেখে তৈমুরও সেই দিকেই আকৃষ্ট হচ্ছে। খ্রিস্ট ধর্মে নিয়ে সে-ও বেশ উৎসুক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement