করিশ্মা কপূরের পাশে বোন করিনা কপূর খান। ছবি: সংগৃহীত।
বৃহস্পতিবার লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমান ভেঙে পড়ার খবরে বিচলিত বিশ্ব। বলিউড তারকারও শোকস্তব্ধ। মৃতদের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানিয়েছেন প্রত্যেকে। মৃত্যুর ঘণ্টাখানের আগে অহমদাবাদ বিমান দুর্ঘটনায় সমাজমাধ্যমে শোক জানিয়েছিলেন সঞ্জয় কপূরও। করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী, ব্যবসায়ী ঘুণাক্ষরেও টের পাননি, মৃত্যু তাঁর শিয়রে! সঞ্জয়ের মৃত্যুর খবরে ফের বিচলিত বলিউড। স্বামী সইফ আলি খানকে নিয়ে কাঁদতে কাঁদতে দিদি করিশ্মার বাড়ি যেতে দেখা গিয়েছে করিনা কপূর খানকে। খবর পেয়েই কপূর বাড়িতে উপস্থিত দীর্ঘ দিনের দুই বান্ধবী মালাইকা এবং অমৃতা অরোরা।
করিনাকে এ দিন গাড়িতেই কাঁদতে দেখা যায়। করিশ্মার বাড়ির সামনে তখন ছবিশিকারিদের ভিড়। হাত দিয়ে চোখ ঢেকে দ্রুত পায়ে বাড়ির ভিতরে ঢুকে পড়েন তিনি। পাশে ছিলেন গাঢ় নীল রঙের টি শার্ট পরা সইফ। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছিলেন সইফ। সেই সময় বোন, ভগ্নিপতির পাশে ছায়ার মতো ছিলেন করিশ্মা।
এ দিন মালাইকা-অমৃতার চোখমুখও ছিল থমথমে। দুই বোন কপূর পরিবারের দীর্ঘ দিনের বন্ধু। গাড়ি থেকে নেমেই তাঁরা চলে যান করিশ্মার বাড়ির কাচের দরজার ও পাশে। সেখানে দাঁড়িয়ে বেশ কিছু ক্ষণ কথা বলেন পরিবারের বাকিদের সঙ্গে। তারকাদের ভিড় সামলাতে এ দিন রাত থেকেই করিশ্মার বাড়ির সামনে পুলিশ প্রহরা। অবাঞ্ছিত ঘটনা রুখতে বেশ কিছু পুলিশকর্মীকে এ দিন রাতে পাহারা দিতে দেখা যায়।