Sunjay Kapur asset

সঞ্জয়ের ৩০ হাজার কোটি নিয়ে বিতর্ক তুঙ্গে! এত দিন চুপ ছিলেন, এ বার কী প্রতিক্রিয়া করিনার?

এই বিতর্কে এখনও পর্যন্ত সরাসরি করিনা কোনও দিন কিছু বলেননি। কিন্তু বৃহস্পতিবার তাঁর তরফ থেকেও এল প্রতিক্রিয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৯:০৯
Share:

করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয়ের সম্পত্তি-বিতর্কে করিনার কী প্রতিক্রিয়া? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের সম্পত্তি নিয়ে তরজা থামছে না। সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া কপূর নাকি দলিল জাল করেছেন, এমন অভিযোগও উঠেছে। সঞ্জয়ের বোন মন্দিরা ‘ডাকাত’ তকমাও দিয়েছেন প্রিয়াকে। এই বিতর্কে প্রতিক্রিয়া দিলেন করিনা কপূর খান।

Advertisement

সঞ্জয়ের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির সমান ভাবে বাঁটোয়ারা হচ্ছে না, এমন দাবি তুলেছেন করিশ্মার দুই সন্তান এবং সঞ্জয়ের মা ও বোন। তবে এই বিতর্কে এখনও পর্যন্ত সরাসরি করিশ্মার বোন করিনা কপূর খান কোনও দিন কিছু বলেননি। কিন্তু বৃহস্পতিবার তাঁর তরফ থেকেও এল প্রতিক্রিয়া।

প্রিয়া নাকি তাঁর শাশুড়ি অর্থাৎ সঞ্জয়ের মাকে একটি টাকাও দেননি। মন্দিরা সম্প্রতি একটি পডকাস্টে হাজির ছিলেন। সেই পডকাস্টের একটি অংশ সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় মন্দিরা দাবি করেছেন, তাঁর ভাই তাঁদের জন্য সম্পত্তির কিছু রাখবেন না, এমন হতেই পারে না। প্রিয়া দলিল নয়ছয় করেছেন বলেই তাঁর মত। এই ভিডিয়ো পোস্টটি ‘লাইক’ করেছেন করিনা। অর্থাৎ তিনিও প্রিয়া কপূরকে নিয়ে যে ক্ষুব্ধ, তা স্পষ্ট।

Advertisement

বৃহস্পতিবার সমাজমাধ্যমেও ক্ষোভ উগরে দিয়েছেন মন্দিরা। তিনি লিখেছেন, “প্রিয়া যেটা করছে সেটাকে ডাকাতি বলে। সব কিছু ওর কী করে হয়ে গেল! এটা আমাদের সম্পত্তি, সব চেয়ে বড় কথা, সঞ্জয় নিজেও এত কিছু তৈরি করে যায়নি। এটা উত্তরাধিকারসূত্রে পাওয়া। গোটা দেশের মানুষ জেগে উঠুন! দেখুন, এ কী করছে! একটা জালিয়াত!” উল্লেখ্য, দিল্লি আদালতের কাছে করিশ্মার দুই সন্তান সামাইরা ও কিয়ানের তরফ থেকেও প্রিয়ার বিরুদ্ধে আবেদন করা হয়েছে। তাঁদের আইনজীবী জানিয়েছেন, সম্পত্তি থেকে করিশ্মার সন্তানদের বঞ্চিত করছেন প্রিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement