Entertainment News

রণবীরের ব্রেকআপ নিয়ে মুখ খুললেন করিনা!

রণবীর কপূর বরাবরই হেডলাইনে থাকেন। কিন্তু সব থেকে বেশি পেজ-থ্রি কভারেজ কিসে পেয়েছেন নায়ক? না! কোনও ফিল্ম রিলিজ নয়। দুরন্ত কোনও পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া নয়, বরং রণবীরের লাভ লাইফ নিয়ে অনেক বেশি নিউজপ্রিন্ট খরচ করেছে মিডিয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৬ ১২:২১
Share:

রণবীর কপূর বরাবরই হেডলাইনে থাকেন। কিন্তু সব থেকে বেশি পেজ-থ্রি কভারেজ কিসে পেয়েছেন নায়ক? না! কোনও ফিল্ম রিলিজ নয়। দুরন্ত কোনও পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া নয়, বরং রণবীরের লাভ লাইফ নিয়ে অনেক বেশি নিউজপ্রিন্ট খরচ করেছে মিডিয়া। দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রথম প্রেমটা যে জমাট বাঁধেনি, তা নাকি শুরু থেকেই বুঝতে পেরেছিল বি-টাউনের একটা বড় অংশ। কিন্তু ক্যাটরিনা কইফের সঙ্গে রোমান্স তো বেশ গাঢ়ই ছিল। বিদেশে ঘনিষ্ঠ মুহূর্তে পাপারাত্‌জিদের ক্যামেরাবন্দিও হয়েছিলেন তাঁরা। সেই সম্পর্ক ভেঙে যাওয়াতে অনেক বেশি হাইলাইটে ছিলেন নায়ক। ক্যাটের সঙ্গে ব্রেকআপ নিয়ে একেবারেই মুখ খোলেননি তিনি। বরং জানিয়েছিলেন, ক্যাট নাকি তাঁর জীবনে খুব ইনফ্লুয়েনশিয়াল ব্যক্তিত্ব ‘ছিলেন’। আর এই ‘ছিলেন’ অর্থাত্ পাস্ট টেন্স নিয়েই যখন তোলপাড় বি-টাউন তখন এই মেগা ব্রেকআপ নিয়ে মুখ খুললেন করিনা কপূর খান।

Advertisement

রণবীর-করিনার সম্পর্ক ভাই-বোনের থেকেও অনেক বেশি বন্ধুত্বের। তাই বেবোর কাছ থেকে এক্সক্লুসিভ উত্তর পাওয়ার আশায় সম্প্রতি তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে বেগম সাহেবা বলেন, ‘‘আমি এখানে এই প্রশ্নের জবাব দিতে আসিনি।’’ এরপরই এ নিয়ে মজা করে বলেন, ‘‘বরং আমার চুল নিয়ে কথা বলি। দেখুন কি গর্জিয়াস…।’’

করিনার উত্তর শুনে বলি পাড়ার সকলে বলছেন, কী ভাবে অন্যের প্রাইভেসি রক্ষা করতে হয় তা নায়িকার কাছ থেকে শেখার।

Advertisement

আরও পড়ুন, আদিরাকে নিয়ে মুম্বই বিমানবন্দরে দেখা গেল রানিকে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement