সইফের ঘটনায় মানবিকতা নিয়ে প্রশ্ন করিনার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
মধ্য রাতে সইফ আলি খানের বাড়িতে হামলার ঘটনা চমকে দিয়েছিল মুম্বইবাসীকে। চুরির উদ্দেশ্য নিয়ে বাড়িতে ঢুকে পড়ে এক দুষ্কৃতী। বাধা দিতে গেলে সইফের উপর চড়াও হয়েছিল সে। এই ঘটনা কি আদৌ ঘটেছে? ঘটনার সময়ে কোথায় ছিলেন করিনা? এমন নানা প্রশ্ন উঠেছিল সে সময়। এই ধরনের প্রশ্নে বীতশ্রদ্ধ হয়ে উঠেছিলেন করিনা। অবশেষে ক্ষোভ উগরে দিলেন তিনি। প্রশ্ন তুললেন মানবিকতা নিয়ে।
করিনার প্রশ্ন, “মানবিকতা কি এই জায়গায় এসে পৌঁছেছে?” সইফের উপর হামলা নিয়ে অভিনেত্রী সেই সাক্ষাৎকারে বলেছেন, “পুরো বিষয়টাই জঞ্জালের মতো। আমি খুবই রেগে গিয়েছিলাম। আসলে রাগও না। মানবিকতার অবস্থা দেখে আমার খুব দুঃখ হয়।”
“মানুষ কি এই ধরনের খবরই পছন্দ করে?” প্রশ্ন তোলেন অভিনেত্রী। তিনি বলেন, “এই ধরনের বিষয়ে কি মানুষের এত আগ্রহ? আমাদের তরফ থেকে কি এটাই দেওয়ার দর্শককে?”
মানুষের শোকও আজকাল বিনোদনের অংশ হয়ে গিয়েছে দাবি করিনার। তাই অভিনেত্রী বলেন, “মানুষের শোক দেখলেও কি এরা করতালি দেবে? এই বিষয়গুলো আমাকে খুব যন্ত্রণা দেয়। এই কি বিশ্বায়নের যুগ? ব্যবসা বাণিজ্যের থেকে আজও বিশ্বায়ন অনেক এগিয়ে।”
সইফের ঘটনার আতঙ্ক এখনও তাড়া করে বেড়ায় করিনাকে। নিজেই জানিয়েছেন অভিনেত্রী। করিনার বাড়ির সামনে প্রায় ২৪ ঘণ্টা ছবিশিকারিদের ভিড় থাকে। তবু বাড়িতে ঢুকে পড়ে দুষ্কৃতী। অভিনেত্রী জানান, এমন ঘটনা তিনি আগে কখনও দেখেননি। এই ঘটনা ভিতরে থেকে নাড়িয়ে দেয় তাঁকে। মাসের পর মাস ঘুমোতে পারতেন না রাতে। চিন্তা হত দুই সন্তানের জন্য। এত অল্প বয়সে বাড়িতে এমন একটা কাণ্ডে দেখেছে তারা, কী প্রভাব পড়বে তাঁদের শিশুমনে, সেই নিয়ে চিন্তা করিনার।