সইফ-সলমনের বন্ধুত্বে বাধা করিনা?

সইফ আলি খান এবং সলমন খানের মধ্যে কি বাধা হয়ে দাঁড়ালেন করিনা কপূর খান? দুই খানের খানদানি বন্ধুত্বের সম্পর্ক কি বেগম সাহেবার জন্য ভেঙে যাচ্ছে? এ-ও কি সম্ভব? নিন্দুকেরা এ দাবি করলেও তা উড়িয়ে দিলেন সইফ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৫ ১২:৩৪
Share:

সইফ আলি খান এবং সলমন খানের মধ্যে কি বাধা হয়ে দাঁড়ালেন করিনা কপূর খান? দুই খানের খানদানি বন্ধুত্বের সম্পর্ক কি বেগম সাহেবার জন্য ভেঙে যাচ্ছে? এ-ও কি সম্ভব? নিন্দুকেরা এ দাবি করলেও তা উড়িয়ে দিলেন সইফ।

Advertisement

আসলে দিনকয়েক আগে ছোটে নবাবকে ‘বজরঙ্গি ভাইজান’ দেখতে আমন্ত্রণ জানিয়েছিলেন সল্লু মিঞা। বলিউডে জোর গুঞ্জন চলছিল, করিনার জন্য নাকি সইফকে ডেকেছিলেন সলমন। ছবিতে করিনা অভিনয় না করলে নাকি স্পেশাল স্ক্রিনিংয়ে আমন্ত্রণ পেতেন না তিনি! এমনিতে তো বাক্যালাপ নেই তাঁদের। তাই এই খানদানি বন্ধুত্ব নাকি দেখনদারি!

কিন্তু, সে দাবি উড়িয়ে দিয়ে সইফ জানিয়েছেন, সলমনকে তিনি অনেক দিন ধরে চেনেন। করিনার সঙ্গে আলাপের আগে থেকেই তাঁদের পরিচয়। সলমনকে খুব শ্রদ্ধাও করেন তিনি। তাই করিনা কোনও ভাবেই তাঁদের বন্ধুত্বে বাধা সৃষ্টি করছে না। অনেক দিন পর ‘ভাইজান’-এর থেকে আমন্ত্রণ পেয়ে তিনি দারুণ খুশি হয়েছিলেন বলেই জানিয়েছেন সইফ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement