Entertainment News

সারার লভ লাইফ নিয়ে মুখ খুললেন করিনা!

কার্তিক আরিয়ানের সঙ্গে সারা ডেট করতে চান— এ কথা প্রকাশ্যেই জানিয়েছেন সইফ-কন্যা। কিন্তু কার্তিক এ ব্যাপারে তেমন আগ্রহ দেখাননি। বরং সারাকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন। এ বার কার্তিক-সারাকে নিয়ে মুখ খুললেন করিনা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২৫
Share:

সারা এবং করিনা।

করিনা কপূরের সঙ্গে সারা আলি খানের সম্পর্কটা বন্ধুর মতো। সিনেমা বা অভিনয় নিয়ে যেমন সারাকে পরামর্শ দেন করিনা, তেমনই ডেটিং টিপসও শেয়ার করেন। এ হেন সারার প্রেমের সম্পর্ক নিয়ে এ বার মুখ খুললেন করিনা।

Advertisement

কার্তিক আরিয়ানের সঙ্গে সারা ডেট করতে চান— এ কথা প্রকাশ্যেই জানিয়েছেন সইফ-কন্যা। কিন্তু কার্তিক এ ব্যাপারে তেমন আগ্রহ দেখাননি। বরং সারাকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন। এ বার কার্তিক-সারাকে নিয়ে মুখ খুললেন করিনা।

সম্প্রতি কর্ণ জোহরের শো-এ গিয়ে করিনা বলেন, “কার্তিক খুব সুন্দর। আমার তো মনে হয়, সারার সঙ্গে ওকে ভাল মানাবে। ওরা একসঙ্গে সিনেমা করবে বলেও প্ল্যান করছে। কার্তিক সাধারণ দর্শকের জন্য। আর সারা নির্দিষ্ট কিছু দর্শকের জন্য। মাস এবং ক্লাস সব সময় ভাল কাজ করে।’’

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

এর আগে করিনা জানিয়েছিলেন, সারাকে প্রথম হিরোর সঙ্গে ডেট না করার পরামর্শ দিয়েছেন। ডেবিউ ছবি ‘কেদারনাথ’-এ সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সারা। অর্থাত্ সুশান্তের সঙ্গে ডেট না করার পরামর্শ দিয়েছেন করিনা। তা হলে কার্তিককে বেশি পছন্দ খান পরিবারের? সে ইঙ্গিতই কি দিলেন করিনা?

আরও পড়ুন, কনীনিকা মুখরা, আর শাশুড়ি হিংসুটে…!

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন