Entertainment News

করিনার ‘বেবি শাওয়ার’ বাতিল?

করিনা কপূরের নাকি ছেলে হয়েছে! দিন কয়েক আগেও এই গুজবে সরগরম ছিল বলিউড। সে জল্পনায় জল ঢেলেছেন স্বয়ং সইফ আলি খান। একে একে সব গুজবেরই জবাব দিয়েছেন ছোটে নবাব। এ বার তার জেরেই নাকি বাতিল হতে চলেছে বেবোর ‘বেবি শাওয়ার’!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৬ ১৫:১৯
Share:

করিনা কপূরের নাকি ছেলে হয়েছে! দিন কয়েক আগেও এই গুজবে সরগরম ছিল বলিউড। সে জল্পনায় জল ঢেলেছেন স্বয়ং সইফ আলি খান। একে একে সব গুজবেরই জবাব দিয়েছেন ছোটে নবাব। এ বার তার জেরেই নাকি বাতিল হতে চলেছে বেবোর ‘বেবি শাওয়ার’!

Advertisement

কপূর পরিবারের এক ঘনিষ্ঠ বন্ধু বলেছেন, ‘‘বেবি শাওয়ারের জন্য করিনা একেবারেই রাজি নন। ওকে কেউ রাজি করাতে পারছে না।’’ জানা গিয়েছে, করিনার শাশুড়ি শর্মিলা ঠাকুরও বড় করে ‘গোদ ভরাই’ করতে চেয়েছিলেন। কিন্তু আর কোনও ঝুঁকি নিতে চান না করিনা। এমনিতেই অনেক গুজব ছড়িয়েছে। আবারও অনুষ্ঠান করা মানে আরও কিছু গসিপ নিউজ তৈরি করা— অন্তত এখন এমনটাই মনে করছেন নায়িকা। সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে প্রথম সন্তানের জন্ম দেবেন তিনি। তার আগে যতটা সম্ভব আড়ালেই থাকতে চাইছেন।

আরও পড়ুন, ছেলে হয়েছে তাঁদের? গুজবের উত্তর দিলেন সইফ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement