Entertainment News

হ্যাকার হানার কবলে এ বার করিনা?

হ্যাকার হানার কবলে এ বার করিনা কপূর খান। না! সোশ্যাল অ্যাকাউন্ট নয়, বরং হ্যাক হয়েছে করিনার অনলাইন ট্যাক্স অ্যাকাউন্ট। মুম্বই পুলিশের সাইবার সেলে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৬ ১৫:১১
Share:

হ্যাকার হানার কবলে এ বার করিনা কপূর খান। না! সোশ্যাল অ্যাকাউন্ট নয়, বরং হ্যাক হয়েছে করিনার অনলাইন ট্যাক্স অ্যাকাউন্ট। মুম্বই পুলিশের সাইবার সেলে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী।

Advertisement

জানা গিয়েছে, হ্যাকাররা প্রথমেই করিনার অনলাইন ট্যাক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে দিয়েছে। ফলে কোনও ভাবেই আর লগ ইন করতে পারছিলেন না নায়িকা। প্রথমে অতটা গুরুত্ব না দিলেও পর পর দু’দিন একই সমস্যা হওয়ায় সতর্ক হন তিনি। তত্ক্ষণাত্ অভিযোগ জানান।

মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। করিনার ব্যক্তিগত ডকুমেন্ট যাতে কোনও ভাবে কেউ চুরি করতে না পারে তার জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে। গোটা ঘটনায় হতবাক করিনা অবশ্য প্রকাশ্যে এ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

Advertisement

আরও পড়ুন, ঘামের সঙ্গে খিচুড়ির কিন্তু একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement