Entertainment News

তৈমুরের এত জনপ্রিয়তা ভয়ের কারণ, বললেন করিনা

এর আগে তৈমুরের জনপ্রিয়তা নিয়ে এতটা চিন্তিত ছিলেন না করিনা। বরং তিনি এবং সইফ জানিয়েছিলেন, তৈমুর স্টার কিড। ফলে ও কোথাও গেলে অনেকে ঘিরে ধরবে এটাই স্বাভাবিক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৮ ১৪:৪২
Share:

তৈমুর আলি খান। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

তৈমুর আলি খান। বলিউডের প্রথম সারির স্টার কিড। পাপারাত্‌জিদেরও সে বেশ পছন্দের। কিন্তু তার এত জনপ্রিয়তা এ বার করিনা কপূর খানের জন্য নাকি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে!

Advertisement

সম্প্রতি করিনা মিড ডে-কে বলেন, ‘‘সত্যি বলতে কি, আমি পাগল হয়ে যাচ্ছি। ওর উপর এত অ্যাটেনশন কিন্তু ভয়ের কারণ। আমি বড়জোর ওকে একটা কালো টিপ পরাতে পারি যাতে নজর না লাগে। কিন্তু ওকে সব সময় বাড়িতে রেখে তো বেরোতে পারব না। সেটাতে আরও একঘেয়ে লাগবে।’’

এর আগে তৈমুরের জনপ্রিয়তা নিয়ে এতটা চিন্তিত ছিলেন না করিনা। বরং তিনি এবং সইফ জানিয়েছিলেন, তৈমুর স্টার কিড। ফলে ও কোথাও গেলে অনেকে ঘিরে ধরবে এটাই স্বাভাবিক। সেই অভ্যাস ছোট থেকেই থাকা উচিত। বরং তৈমুরের এত জনপ্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন করিনার বাবা রণধীর কপূর। মিডিয়াকে একহাত নিয়ে তিনি জানতে চেয়েছিলেন, ‘তৈমুরের বাড়ির নীচে কি সব সময় সাংবাদিকরা থাকেন? না হলে প্রতি দিন কাগজে কী করে ওর ছবি ছাপা হয়?’

Advertisement


মায়ের সঙ্গে তৈমুর। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

তবে এ বার তৈমুরের জনপ্রিয়তা নিয়ে উদ্বেগে করিনাও। তাঁর কথায়, ‘‘আমি চাই তৈমুর সাধারণ শিশুর মতো বড় হোক। ওর এই সুযোগটা পাওয়া উচিত।’’

আরও পড়ুন, ‘দুপুর ঠাকুরপো’র নতুন বৌদি মোনালিসা

করিনার এই মত শোনার পর, বলি মহলের একটা বড় অংশের প্রশ্ন, তা হলে কি এত ছোট বয়স থেকে এত জনপ্রিয়তার খারাপ দিকটা এ বার আঁচ করতে পারছেন করিনাও?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement