Entertainment News

বলি ডেবিউতে সারার ওপর ভরসা রাখলেন করিনা

অভিষেক কপূরের ছবি ‘কেদারনাথ’ দিয়ে বলি ডেবিউ হবে সারার। এ ছবিতে সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে দেখা যাবে সইফ তনয়াকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৭ ১০:৫২
Share:

সারা আলি খান এবং করিনা কপূর।— ফাইল চিত্র।

দিন কয়েক আগেও সারা আলি খানের বলিউড ডেবিউ নিয়ে বেশ আপত্তি শোনা গিয়েছিল সইফ আলি খানের গলায়। বাবা হিসেবে মেয়ের কেরিয়ার নিয়ে চিন্তিত ছিলেন তিনি। কিন্তু করিনা খোলা গলায় প্রশংসা করলেন সারার। অভিনয় নিয়ে সারাকে যে তিনি পরামর্শও দেন তা বেগমসাহেবার কথাতেই বোঝা যাচ্ছে।

Advertisement

আরও পড়ুন, বাংলা ছবিতে সানি লিওন

অভিষেক কপূরের ছবি ‘কেদারনাথ’ দিয়ে বলি ডেবিউ হবে সারার। এ ছবিতে সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে দেখা যাবে সইফ তনয়াকে। সে প্রসঙ্গে সম্প্রতি করিনা সংবাদ সংস্থাকে বলেন, ‘‘সারা ট্যালেন্টেড। এটা তো ওর জিনেই রয়েছে। ও দেখতেও গর্জিয়াস। আমি বিশ্বাস করি সৌন্দর্য ও ট্যালেন্ট দিয়ে ও ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নেবে।’’

Advertisement

বি-টাউনের অনেকেই জানেন, সারার অন্যতম মেন্টর হলেন করিনা। তিনি নাকি চেয়েছিলেন কর্ণ জোহরের হাত ধরে সারার ডেবিউ হোক। কর্ণ ইতিমধ্যেই আলিয়া ভট্ট, বরুণ ধবনের মতো তারকাদের এন্ট্রি করিয়েছেন। কিন্তু সারার মা অমৃতা সিংহের সঙ্গে কর্ণের মনোমালিন্যের কারণে নাকি কর্ণের ছবিতে ডেবিউ করছেন না সারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement