এ বার নেটফ্লিক্সে দেখা যাবে করিনাকে

প্রায় দু’দশক আগে ফ্যাশনিস্তার চরিত্রে তাক লাগিয়ে দিয়েছিলেন করিনা।

Advertisement
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৮ ০০:১১
Share:

করিনা কপূর

করিনা কপূর খান মানেই নজরকাড়া ফ্যাশন স্টেটমেন্ট। পর্দায় হোক বা তার বাইরে, করিনার ফ্যাশন সব সময়েই আলোচনার কেন্দ্রে‌। প্রায় দু’দশক আগে ফ্যাশনিস্তার চরিত্রে তাক লাগিয়ে দিয়েছিলেন করিনা।

Advertisement

‘কভি খুশি কভি গম’-এ পূজার চরিত্রে, বন্ধুরা যাকে ডাকত ‘পু’ বলে। সেই পু আসবে নেটফ্লিক্সে। শোনা যাচ্ছে, পু-এর আদলে একটি চরিত্রে করিনাকে দেখা যাবে নেটফ্লিক্সের একটি অরিজিনাল সিরিজ়ে। চরিত্রের বয়স হবে করিনার বয়স অনুযায়ী।

মধ্য তিরিশের পু-এর ফ্যাশন স্টেটমেন্টেও দেখা যাবে নতুন চমক। করিনার স্বামী সেফ আলি খানের ‘সেক্রেড গেমস’ ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে। গিন্নি ওয়েবে কতটা সফল হন, সেটাই দেখার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement