বই লিখবেন করিনা

তৈমুর হওয়ার পরও করিনা বাড়িতে বসে থাকেননি। এক মাসের মধ্যেই প্রকাশ্যে এসেছেন। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্মও করেন করিনা। এখন কিলো দশেক ওজন কমিয়েও ফেলেছেন।

Advertisement
শেষ আপডেট: ৩০ মে ২০১৭ ১১:১৫
Share:

করিনা

প্রেগন্যান্সি নিয়ে প্রথাগত অনেক ধারণাই ভেঙে দিয়েছেন করিনা কপূর। সেই বিষয় নিয়েই এ বার বই লিখবেন তিনি। সেখানে যেমন মিথগুলো নিয়ে লিখবেন, তেমনই এই সময় কী কী করা উচিত সে সবও থাকবে। করিনা নিজের প্রেগন্যান্সি নিয়ে বেশ সরব ছিলেন। গর্ভাবস্থায়ও কাজ করে গিয়েছেন। র‌্যাম্পে হেঁটেছেন। তাঁর মতে, এটা তো অসুখ নয়। তা হলে আমি বাড়িতে বসে থাকব কেন? যদি আমার শরীর সুস্থ থাকে, তা হলে বাকি কাজ করতে তো কোনও সমস্যা নেই। শুধু কিছু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই সব বিষয়গুলো নিয়ে নানা তথ্য থাকবে তাঁর বইয়ে। গর্ভবতী মহিলাদের লোকচক্ষুর আড়ালে থাকারও বিরোধী তিনি। লেখায় সামাজিক প্রথা নিয়ে নিজের মতামত রাখবেন করিনা। তৈমুর হওয়ার পরও করিনা বাড়িতে বসে থাকেননি। এক মাসের মধ্যেই প্রকাশ্যে এসেছেন। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্মও করেন করিনা। এখন কিলো দশেক ওজন কমিয়েও ফেলেছেন।

Advertisement

‘ভিরে দি ওয়েডিং’-এর শ্যুটিং শুরু করবেন সামনেই। তাই প্রাণপণে ওজন কমাতে লেগে পড়েছেন।

বেস্টফ্রেন্ড অমৃতা অরোরার সঙ্গে করিনার একটি এক্সারসাইজ ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তিনি প্রায় আগের চেহারায় ফিরে এসেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement