‘ভোট চুরি’র অভিযোগ আগেও করেছেন, এ বার সংসদে সে প্রসঙ্গ টানলেন রাহুল গান্ধী। প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনারের নিয়োগ প্রক্রিয়া, প্রধান বিচারপতিকে সরানো নিয়েও। বিভিন্ন প্রতিষ্ঠানগুলিকে কেন্দ্র কবজায় নিচ্ছে বলেও অভিযোগ তাঁর। যদিও এই এক অভিযোগে সংসদে দাঁড়িয়ে কংগ্রেসকে পাল্টা বিঁধেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।