Karishma Kapoor

মেয়ের কলেজের মাইনে দিতে বড় সিদ্ধান্ত! সঞ্জয়ের সম্পত্তি নিয়ে তরজার মাঝেই লক্ষ লক্ষ টাকা পাবেন করিশ্মা

কন্যা সামাইরার বিশ্ববিদ্যালয়ের মাইনে পর্যন্ত বাকি! এই অবস্থায় বড় সিদ্ধান্ত নিলেন করিশ্মা নিজেই। অর্থের জন্যেই কি এই সিদ্ধান্ত?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ২০:৪৬
Share:

করিশ্মা কপূর বড় সিদ্ধান্ত নিলেন। ছবি: সংগৃহীত।

করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে চলছে আইনি লড়াই। সম্পত্তি থেকে নাকি বঞ্চিত করা হচ্ছে করিশ্মার দুই ছেলেমেয়েকে। এমনকি কন্যা সামাইরার বিশ্ববিদ্যালয়ের মাইনে পর্যন্ত বাকি বলে অভিযোগ। এই অবস্থায় বড় সিদ্ধান্ত নিলেন করিশ্মা নিজেই। অর্থের জন্যেই কি এই সিদ্ধান্ত?

Advertisement

মুম্বইয়ের বান্দ্রায় এক বহুতলে একটি ফ্ল্যাট রয়েছে করিশ্মার। সেই ফ্ল্যাট এ বার ভাড়া দিয়ে দিচ্ছেন তিনি। মাসে ভাড়া বাবদ ৫.৫১ লক্ষ টাকা পাবেন বলে জানা যাচ্ছে। চলতি মাস থেকেই এই বাড়ি ভাড়ায় দিচ্ছেন তিনি। ফ্ল্যাটটি আয়তনে ২,২০০ বর্গফুট। সঙ্গে রয়েছে তিনটি গাড়ি রাখার জায়গা। এর সঙ্গে রক্ষণাবেক্ষণের জন্য ২০ লক্ষ টাকা ‘ডিপোজ়িট’ নিয়েছেন তিনি।

তবে এই প্রথম নয়। এর আগে ২০২৩ সালের নভেম্বরেও এই বাড়িটি ভাড়া দিয়েছিলেন করিশ্মা। দু’বছর ছিল সেই চুক্তির মেয়াদ। দু’বছর ভাড়া দিয়ে মোট ১.২৩ কোটি টাকা আয় করেছেন তিনি। তাই আবার নতুন করে বাড়ি ভাড়া দেওয়ার চুক্তি করলেন করিশ্মা। এই চুক্তি এক বছরের জন্য।

Advertisement

উল্লেখ্য, চলতি বছরই মৃত্যু হয় করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের। তার পর থেকে তাঁর সম্পত্তির ভাগাভাগি নিয়ে চলছে যুদ্ধ। করিশ্মা ও সঞ্জয়ের দুই সন্তান সামাইরা ও কিয়ান তাঁদের প্রাপ্য সম্পত্তি পাচ্ছেন না, এমনই দাবি করেছেন তাঁদের আইনজীবী মহেশ জেঠমলানী। তিনি আরও জানিয়েছেন, করিশ্মার দুই সন্তান আমেরিকায় পড়াশোনা করছেন। আইনজীবীর অভিযোগ, করিশ্মার ছেলেমেয়ের পড়াশোনার খরচ দেওয়ার কথা তাঁর স্বামীর। কিন্তু, সঞ্জয় মারা যাওয়ার পর থেকে নাকি সে সব বন্ধ করে দিয়েছেন সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement